ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার নামে সেতুর নামকরণ দাবি

প্রকাশিত: ০৭:২৯, ৭ ডিসেম্বর ২০১৪

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার নামে সেতুর নামকরণ দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় নির্মাণাধীন আহসানমারা সেতু শহীদ মুক্তিযোদ্ধা তালেবের নামে নামকরণের দাবি জানিয়ে নামফলক উন্মোচন করেছেন সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা-জনতা। শনিবার বিকেলে তারা উজানীগাঁও এলাকায় গিয়ে শহীদ তালেবের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সেতুর দুইদিকে নামফলক লাগিয়ে দেন। এ সময় মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস তালেব জগৎজ্যোতি স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ আহসানমারা সেতু শহীদ তালেবের নামে নামকরণের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে দাবি জানিয়ে আসছে। কিশোরগঞ্জে সরকারী স্কুলের ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অবৈধভাবে দখলকৃত কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার, পুকুর ও খেলার মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাত্র-অভিভাবক অধিকার ফোরামের ব্যানারে বিদ্যালয়ের সামনের সড়কে দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত স্থায়ী এ কর্মসূচীতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, ছাত্র-অভিভাবক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শত শত লোকজন অংশ নেয়। বক্তারা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ের দখলকৃত সকল ভূমি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণের ঘোষণা দেন। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কর্মীসহ আহত ৪ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ ডিসেম্বর ॥ জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পোশাক কারখানার কর্মীসহ ৪ জন দগ্ধ ও আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুত এলাকায় আহসান নিট কম্পোজিট লিমিটেড কারখানার ভেতরে দু’টি কাভার্ডভ্যান দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
×