ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজস্থানে ডাইনি অপবাদে বিবস্ত্র ঘোরানো হলো বৃদ্ধাকে

প্রকাশিত: ০২:৫৭, ৮ ডিসেম্বর ২০১৪

রাজস্থানে ডাইনি অপবাদে বিবস্ত্র ঘোরানো হলো বৃদ্ধাকে

ভারতে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে এবার ৮০ বছর বয়সী এক অশীতিপর বৃদ্ধাকে নগ্ন করে গাঁধার পিঠে চড়িয়ে ঘোরানোর অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজস্থানের বিলওয়ারা জেলার চৌহানও কী কামেরি গ্রামে গত সপ্তাহে বর্বরোচিত ওই ঘটনা ঘটে। তবে রবিবার তা প্রকাশ্যে আসে। নির্যাতনের শিকার বৃদ্ধার অভিযোগ, প্রথমে তাকে ডাইনি বলে অপবাদ দেয়া হয়। পরে গ্রামের শিশুদের খেয়ে ফেলার অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে। এরপরই তাঁকে উলঙ্গ করে সারা মুখে কালি মাখিয়ে গাঁধার পিঠে চাপিয়ে গ্রাম ঘোরানোর নির্দেশ দেয় খাপ পঞ্চায়েত। বৃদ্ধা আরও জানান, পঞ্চায়েত সদস্যরা তাকে একঘরে হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে যদি গ্রামের কেউ কথা বলে তাহলে তাকে এক লাখ রুপী জরিমানা করা হবে বলে হুমকি দেয়া হয়। ওই বৃদ্ধা জানান, ৩৭ বছর আগে তার স্বামী মারা গেছে। কোন সন্তানাদি না থাকায় গ্রামের অনেকেই তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। অবশেষে ব্যর্থ হয়ে। তাকে ডাইনি অপবাদ দেয়া হয়। প্রসঙ্গত, গত মাসেও রাজস্থানে ৫০ বছর বয়সী এক নারীকে নগ্ন করে গাঁধার পিঠে চড়িয়ে গ্রামজুড়ে ঘোরানো হয়। স্বামীর জ্ঞাতী ভাইকে খুন করার অভিযোগে ওই বৃদ্ধাকে বিবস্ত্র করে গাঁধার পিঠে গ্রাম ঘোরানোর নির্দেশ দিয়েছিল স্থানীয় পঞ্চায়েত। এর পরই এ ধরনের ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। কিন্তু এরপরও পঞ্চায়েতগুলোর ক্ষমতা কমানো হয়নি। সূত্র : ওয়েবসাইট
×