ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইব্রার জোড়া গোলে পিএসজির জয়

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৪

ইব্রার জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে ফিরেই নিজের জাত চেনালেন জ¬াতান ইব্রাহিমোভিচ। শনিবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও সুইডেনের এই স্ট্রাইকারের জোড়া গোলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে নান্টেসকে। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পিএসজি। মৌসুমের প্রথম ১৭ ম্যাচ শেষে তাদের দখলে ৩৭ পয়েন্ট। আর লীগ টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মার্শেইয়ের পয়েন্ট ৩৫। তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। গত সপ্তাহে লিলের বিপক্ষে ড্র করেছিল পিএসজি। সেই ম্যাচে ইব্রাহিমোভিচকে ছাড়া খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছিল তারা। শনিবার রাতে শুরুতেই গোল খেয়ে বসে ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে কলম্বিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার আলেজান্দ্রো বেদোয়ার গোলে এগিয়ে যায় নান্টেস। কিন্তু শুরুতেই গোল খেয়ে হতাশ স্বাগতিক সমর্থকদের মুখে প্রথম হাসি ফুটান জ¬াতান ইব্রাহিমোভিচ। প্রথমার্ধের ৩৪তম মিনিটে পিএসজিকে ম্যাচে গোল করে ম্যাচে ফেরান ইব্রাহিমোভিচ। এর ফলে ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। আর বিরতির পর তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। এরপর অনেক চেষ্টা করেও কোন দলই গোল করতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। নিজেদের ঘরের মাঠে পিএসজির পারফর্মেন্স দুর্দান্ত। সর্বশেষ ৩৯ ম্যাচে তাদের পরাজয় মাত্র একটিতে।
×