ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেলের জমি দখলে বাধা সীতাকুণ্ডে গেটম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:৫০, ৮ ডিসেম্বর ২০১৪

রেলের জমি দখলে বাধা সীতাকুণ্ডে গেটম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম), ৭ ডিসেম্বর ॥ সীতাকু-ে রেলওয়ের জায়গা দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা কুপিয়ে রেলওয়ে গেটম্যানসহ ৪ জনকে আহত করেছে। আহতরা হলেন গেটম্যান আবদুল আজিজ (৪৩), সোহেল (২০), দুলাল (৩৫) ও নাছিমা আক্তার (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রামস্থ রেলওয়ে হাসপাতালে ভর্তি করান। তবে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রবিবার উপজেলার কুমিরা স্টেশন সংলগ্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখলের চেষ্টা করছে স্থানীয় মতি মেম্বার ও বোসনের নেতৃত্বে নিজাম, সোহেল, রাসেল ও মিল্কিসহ একদল সন্ত্রাসী। কিন্তু এলাকাবাসীর সহায়তায় ও রেলওয়ে কর্মচারীদের কারণে বার বার ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় দখলে ব্যর্থ হয়ে গেটম্যানসহ ৪ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসব বিষয়ে জানতে মতি মেম্বারকে বার বার মুঠোফোনে ফোন দিলেও রিসিভ করে না। সীতাকু- মডেল থানা অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা করে আসামিদের গ্রেফতারের ব্যবস্থা করব।
×