ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অরিজিতের কনসার্ট ১২ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:০০, ৮ ডিসেম্বর ২০১৪

অরিজিতের কনসার্ট ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থতার কারণে বাংলাদেশে যমুনা ফিউচার পার্কে অরিজিত সিংয়ের কনসার্ট পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর একই স্থানে কনসার্টটি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন স্বয়ং অরিজিৎ সিং। হোটেল ওয়েস্টিনের সিলভার রুমে অরিজিৎ সংবাদমাধ্যমের সামনে কথা বলছিলেন থেমে থেমে, নিচু স্বরে। ডান চোখ ভয়াবহভাবে ভাইরাস আক্রান্ত। ফুলে গেছে। চারপাশে লাল বৃত্ত। রক্ত জমাট হয়ে আছে যেন! দেখলেই আঁতকে উঠতে হয়। অরিজিৎ বললেন, নাক-কানেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটাই আতংকের বিষয়। জানা গেছে, অরিজিৎ অসুস্থতা অনুভব করছিলেন ২ ডিসেম্বর থেকে। উত্তরপ্রদেশের লক্ষ্মৌতে কনসার্ট ছিল। ওইদিন সকাল থেকেই ভাল বোধ করছিলেন না। বিষয়টাকে তখন অতটা গুরুত্ব দেইনি। ভাবছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আর আবহাওয়া পাল্টানোর কারণেই হয়ত বা এমন হচ্ছে বলছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠান শেষ করে ঘরে ফেরার পরেই বুঝলেন, ব্যাপারটা অন্যরকম। পরদিন তো সকালে চোখ ফুলে একাকার। চিকিৎসক জানিয়েছেন, অরিজিতের এখন বিশ্রাম দরকার। এই অসুস্থতা নিয়েও ৫ ডিসেম্বর সকালের ফ্লাইটে ঢাকায় ছুটে এসেছেন আয়োজক ও ভক্তদের কথা মাথায় রেখে। বলছিলেন সে কথাও, তাদের জন্যই এত অসুস্থতা নিয়ে ছুটে এসেছি। একটা কনসার্ট শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেলে সবার মন খারাপ হওয়াই স্বাভাবিক। ছোটবেলায় আমার বেলায়ও এমনটি ঘটেছে অনেকবার। মন খারাপ করার কিছু নেই। ১২ ডিসেম্বর তো দেখা হচ্ছেই। এর মধ্যেই আমি সুস্থ হয়ে যাব আশা করছি। মুম্বাইয়ের আদিত্য জিওট হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে অরিজিৎ সিংয়ের চিকিৎসা চলছে। শুক্রবারই আবার ভারতে ফিরে যান তিনি।
×