ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজই ফিরছেন ‘সেই শন এ্যাবোট’

প্রকাশিত: ০৫:৩১, ৯ ডিসেম্বর ২০১৪

আজই ফিরছেন ‘সেই শন এ্যাবোট’

স্পোর্টস রিপোর্টার ॥ ঘনিষ্ঠজনের বরাত দিয়ে অস্ট্রেলিয়া মিডিয়া জানিয়েছে, এ কদিন একদমই ঘুমাতে পারেননি শন এ্যাবোট। গোটা দেশ সান্ত¡না দিচ্ছে কিন্তু একটা অপরাধের ভূত তার ঘাড়ে চেপে আছে। স্বপ্নে দেখছেন, তার দিকে তাকিয়ে মুচকি হাসছে হিউজেস! কোন রাতে আবার হত্যার দায়ে পুলিশ তাড়া তাকে করছে। এভাবে কি বেঁচে থাকা যায়? ক্রিকেটকেই জীবনী শক্তি করে এ্যাবোট বেঁচে থাকতে চান। তাই তো আজই মাঠে ফিরছেন হিউজেস-ঘাতক। হিউজেসকে স্মরণ করে আজ প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত। একই দিনে ঘরোয়া শেফিল্ড শিল্ডের একটি ম্যাচের জন্য ১২ সদস্যের দলে রাখা হয়েছে। ২৫ নবেম্বর সিডনিতে নিউসাউথ ওয়েলসের সঙ্গে সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে এ্যাবোটের বাউন্সারে আহত হয়ে কোমায় চলে যান অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী জাতীয় ক্রিকেটার হিউজেস। দু’দিন পর স্থানীয় হাসপাতালে তার অকাল মৃত্যু হয়। কাঁদে গোটা অস্ট্রেরিয়া। হিউজেসের এই মৃত্যুর জন্য নিরন্তর নিজেকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এ্যাবোট। মনোবিজ্ঞানীর অধীনে চলছিল মনের চিকিৎসা। ২২ বছর বয়সী পেসার আর মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। কিন্তু এ্যাবোট ফিরতে যাচ্ছেন এবং আজই। পরিবার ও স্থানীয় ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। তবে নিউসাউথ ওয়েলস ক্রিকেট জানিয়েছে, হিউজেস শোকে কাতর কোন ক্রিকেটার চাইলে এই ১২ সদস্যের দল থেকে নাম প্রত্যাহার করে নিতে পারবেন। এটি খেলা কারও জন্যেই বাধ্যতামূলক নয়।’ ক্রিকেটপ্রেমীরা ইতোমধ্যে জেনে গেছেন, ভ্রাতৃতুল্য সতীর্তের শোক-ভুলে প্রথম টেস্টেই মাঠে নেমেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। সবাই বলছেন হিউজেসের জন্যেই আবার তারা ক্রিকেটের সবুজ জমিনে পা রেখেছেন। এ্যাবোটও তেমনটাই করেন কি না, সেটিই দেখার বিষয়। তবে তরুণ এই পেসারের জন্য কাজটা একটু বেশিই কঠিন। হিউজের মৃত্যুর খবর শুনে হাসপাতালে সবার সামনেই অঝোর ধারায় কেঁদেছিলেন শন এ্যাবোট। বিমর্ষ এ্যাবোটকে সেদিন সান্ত¡না দিয়েছেন খেলোয়াড় ও ভক্তরা। পাশে ছিলেন, অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক, কোচ ড্যারেন লেহম্যান, ওপেনার ডেভিড ওয়ার্নার, মিডল অর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ছাড়াও অনেকে। আবেগাক্রান্ত কণ্ঠে ক্লার্ক বলেছিলেন, ‘ক্রিকেটের জন্য খুবই মর্মান্তিক ঘটনা এটি। হিউজের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে এ্যাবোটকেও সান্ত¡না। এ সময় ওর পাশে থাকা জরুরী।’ চোখের জল ঝড়ে ২২ বছর বয়সী এ্যাবোটের, যিনি নিউসাউথ ওয়েলসেরই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন ১ ওয়ানডে ও ৩ টি২০। সিডনির ওই ম্যাচে হিউজেস দক্ষিণ অস্ট্রেলিয়া, আর এ্যাবোট খেলেন নিউসাউথ ওয়েলসের হয়ে। ম্যাচে বেশ কয়েকবারই এ্যাবোটকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করেন হিউজেস। কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে ক্রিকেটের সবচেয়ে দুঃসংবাদ লেখার সময় চলে আসে! এ্যাবোটের করা তৃতীয় বলটি বাউন্সার হয়ে আঘাত হানে হিউজের মাথার পেছন দিকে। এরপর হ্যালিকপ্টারযোগে স্থানীয় একটি হাসপাতালে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়।। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন হিউজ। এর পর বেশির ভাগ সময়ই হাসপাতালে কাটিয়ে দেন এ্যাবোট। সাবেক পাকিস্তানী তারকা ওয়াসিম আকরামও এ্যাবোটকে সমর্থন দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
×