ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুভ্রদেবের এ্যালবাম ‘জলছবি’

প্রকাশিত: ০৬:২৮, ৯ ডিসেম্বর ২০১৪

শুভ্রদেবের এ্যালবাম ‘জলছবি’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর বাজারে এলো শুভ্রদেবের নতুন অডিও এ্যালবাম ‘জলছবি’। এটি শুভ্রদেবের ২৬তম একক অডিও এ্যালবাম। এ এ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। সম্প্রতি রাজধানীর এক হোটেলে এ এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম, কবি আসাদ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, ব্যান্ড তারকা হামিন আহমেদ, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোর, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী প্রমুখ। এ্যালবাম প্রসঙ্গে শুভ্রদেব বলেন, দীর্ঘ বিরতির পর আমি আমার এই এ্যালবামটি অনেক যতœ সহকারে করেছি। আশা করি এর প্রতিটি গান সবার ভাল লাগবে। শ্রোতারা শুনে আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। এ্যালবামে মোট ৮টি গান রয়েছে। গানের কথা লিখেছেন-উৎপল দাস, মিলন খান, লিটন অধিকারী রিন্টু। সুর করেছেন রকেট ম-ল, পংকজ ও শুভ্র দেব নিজেই। এ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘উড়ে যেতে’, ‘ফিরে ফিরে দেখা’, ‘সবুজ ভোরে’, ‘আকাশের কষ্টগুলো’, ‘একযুগ যুদ্ধ প্রভৃতি’।
×