ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন পুলিশ আহত লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে জিসান বাহিনী সদস্য নিহত

প্রকাশিত: ০৫:০৩, ১০ ডিসেম্বর ২০১৪

তিন পুলিশ আহত লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে জিসান বাহিনী  সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশ-সন্ত্রাসী কথিত বন্দুকযুদ্ধে বিএনপি সমর্থিত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জিসান বাহিনীর অন্যতম সদস্য রনি (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনজন পুুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সোমবার রাত প্রায় দশটার দিকে জিসান বাহিনী জিসানকে ধরতে গেলে মোস্তফার দোকান নামক স্থানের পশ্চিমে লতিফপুরে তার সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে জিসান বাহিনী প্রধান জিসানের অন্যতম সহযোগী রনি গুলি বিদ্ধ হয়। পরে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মেডিক্যাল সূত্র জানায়, তার ডান পায়ে গুলি লাগে। এতে তার শরীরে ক্ষরণ হয়। অধিক রক্ত ক্ষরণে সে মারা যায়। তার পিতার নাম মুকবুল আহমেদ। চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে তার বাড়ি। একই সময়ে জিসানের বাহিনীর ছররা গুলিতে তিনজন পুলিশ কনস্টেবল আহত হয় বলে তিনি দাবি করেন। তবে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের হামলাসহ একাধিক মামলা রয়েছে সদর থানায়। অপরদিকে মঙ্গলবার সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি লতিফপুরে বিকেলে নিয়ে যাওয়া হয়। তবে তার হত্যার ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।
×