ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালীগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ব্রিফিং

প্রকাশিত: ০৫:০৭, ১০ ডিসেম্বর ২০১৪

মালীগামী কন্টিনজেন্ট  সদস্যদের উদ্দেশে বিমান বাহিনী  প্রধানের ব্রিফিং

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, মালীতে প্রথমবারের মতো ব্যানএয়ার কন্টিনজেন্ট (গওঘটঝগঅ) নিয়োগ করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী মঙ্গলবার তেজগাঁও বিমান বন্দরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মালীগামী ব্যানএয়ার’ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরে তিনি মিশনের সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঘাঁটি বাশারের এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কন্টিনজেন্টের ১৬ জন সদস্য অগ্রবর্তী দল হিসেবে গত ০৯ সেপ্টেম্বর ২০১৪ মালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআর।
×