ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থ্যাচার হত্যা চক্রান্তের তথ্য পাচারে এফবিআই এজেন্ট

থ্যাচার হত্যা চক্রান্তের তথ্য পাচারে এফবিআই এজেন্ট

প্রকাশিত: ০৫:১৭, ১০ ডিসেম্বর ২০১৪

থ্যাচার হত্যা চক্রান্তের তথ্য  পাচারে এফবিআই এজেন্ট

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট আইরিশ রিপাবলিকান জঙ্গীদের কাছে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার হত্যা ষড়যন্ত্রের গোপন তথ্য পাচার করেছে। মার্কিন সরকার এমন সন্দেহ করছে। এই জঙ্গীরাই ১৯৮০ ও ৯০-এর দশকে থ্যাচারকে হত্যার জন্য বার বার ষড়যন্ত্র করেছিল। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের হাতে পৌঁছা নথিগুলো সোমবার প্রকাশ করা হয়। খবর গার্ডিয়ানের। যুক্তরাষ্ট্র সফরের সময় থ্যাচারকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল তার ধারাবাহিক অনুসন্ধান চালিয়েছে এফবিআই গোয়েন্দারা। সাবেক প্রধানমন্ত্রীর ওপর ওই ঘটনা বিষয়ক এফবিআইয়ের নথির কয়েক শ’ পৃষ্ঠায় বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এ তথ্যের। তাঁর মৃত্যুর পর স্বাধীনভাবে তথ্য প্রকাশের অনুরোধের পর ওই তদন্তগুলো চালানো হয়। এক বিশ্বস্ত সূত্র এফবিআইকে বলেছে যে, সংস্থার নিউইয়র্ক ব্যুরোর এক নারী কর্মকর্তা আইরিশ রিপাবলিকান আর্মিকে (আইআরএ) এ তথ্য সরবরাহ করেছেন। আশঙ্কা করা হচ্ছে নিউইয়র্ক ফিল্ড অফিস হয়ত আপোস করে ফেলবে এবং তাতে তাই তৎকালীন এফবিআই পরিচালক উইলিয়াম সেশনস আইরিশ রাজনৈতিক দল সিনফিইনের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সকল তথ্য ও উপাদানের কড়াকড়ি আরোপের জন্য সংশ্লিষ্ট ব্যাপারে কর্মকর্তাদের ওপর অবশ্য নির্দেশ দেবেন। নথিতে বিস্তারিতভাবে আসার কয়েক বছর পর এ পূর্ব সতর্কতা নেয়া হয়। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে ভার্জিনিয়ায় ফলস চার্চে বোয়ার্স হেড রেস্তরাঁর ককটেল লাউঞ্জে এফবিআইয়ের এক নির্ভরযোগ্য সূত্র ইংলিশ আইরিশ দু’ব্যক্তির কথা আড়িপেতে শোনে। আপাতদৃষ্টিতে মনে করা হয়, যুক্তরাষ্ট্র সফরের সময় থ্যাচারের ওপর আক্রমণ চালানোর ব্যাপারে তারা আলোচনা করছিল। তখন একজন বলতে শোনা যায় এমনকি এটা হবে এইচের জন্য নির্দেশ। উত্তর আয়ারল্যান্ডে কুখ্যাত মেইজ কারাগারের এইচ ব্লককেই শনাক্ত করে এফবিআই প্রতিনিধিরা। এইচ ব্লকে তখন আইআরএ সদস্যরা বন্দী ছিল। ওই লোকটি তারপর বলেছে অন্য যে কোন প্রধানমন্ত্রীর চেয়ে এই আয়রন মেইডেন ভাল নন।
×