ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাফিজের ত্রুটি অনেক বড়!

প্রকাশিত: ০৫:৪৪, ১০ ডিসেম্বর ২০১৪

হাফিজের ত্রুটি অনেক বড়!

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির নীতিমালা অনুসারে যে কোন বোলার বোলিংয়ের সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রী পর্যন্ত কনুই বাঁকাতে পারেন। কিন্তু খোলা চোখে পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং এ্যাকশনে বড় ত্রুটি ধরা পড়ে। এরপর তাঁকে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং এ্যাকশনের পরীক্ষাও দিতে হয়েছে। সে পরীক্ষায় দেখা গেছে হাফিজের কনুই বেঁকে যায় ৩১ ডিগ্রী পর্যন্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হাফিজ যত বল ছুঁড়েছেন সব পরীক্ষা করে দেখা গেছে অনুমোদিত সীমার বেশ বাইরে ছিল তাঁর প্রসারিত কনুই। সবমিলিয়ে পরীক্ষাটি করেছেন পাঁচ বায়োমেকানিক বিশেষজ্ঞ। এর মধ্যে তিনজন ছিলেন লাফবোরো ইউনিভার্সিটির পিএইচডির ছাত্র। পরীক্ষণের সময় উপস্থিত ছিলেন আইসিসি প্রতিনিধি বেন লিভার এবং কোচিং উপদেষ্টা কার্ল ক্রিকেন।
×