ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোটিপতি হচ্ছে অনেকে

দিনাজপুর স্টেশনে চুরি হচ্ছে রেলের লোহা

প্রকাশিত: ০৬:৫৫, ১০ ডিসেম্বর ২০১৪

দিনাজপুর স্টেশনে চুরি হচ্ছে রেলের লোহা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর স্টেশন এলাকা থেকে রেলওয়ের লোহা অনেকদিন থেকে চুরি হচ্ছে। চুরির মাল বিক্রি করে অনেকে বনে গেছে কোটি টাকার মালিক। চুরির মাল পুলিশ আটক করে থানায় নিয়ে গেলেও চোরকে ঘটনাস্থল থেকে মোটা অঙ্কের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ডুয়েল গেজের কাজসহ বিভিন্ন ব্রিজ মেরামতের কাজ ‘তমা কনস্ট্র্রাকশন কোম্পানি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে প্রায় বছরখানেক আগে। ডুয়েল গেজের কাজ শেষ হওয়ার পর পুরনো লাইনসহ সকল মাল উত্তোলন করে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে একটি গোডাউন তৈরি করে তমা কনস্ট্রাকশন কোম্পানির অধীনে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত গোডাউনের জন্য পৃথক দুটি শিফটের জন্য ৪ জন প্রহরী নিয়োগ দেয়। দিনাজপুর রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের কাজ যেদিন থেকে তমা কনস্ট্রাকশন কোম্পানি শুরু করেছে সেদিন থেকে গোডাউন থেকে রেলের মূল্যবান লোহা চুরি হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর শহরের ষষ্ঠিতলা মোড় এলাকায় এক ভ্যান লোহা আটক করে স্থানীয় যুবকরা। পরে দশ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করে লোহা ছেড়ে দেয়া হয়। ২ ডিসেম্বর রাত সাড়ে তিনটার সময় দিনাজপুর কোতোয়ালি থানার টহল পুলিশ চোরসহ এক ভ্যান রেলের লোহা আটক করে। অভিযোগ রয়েছে, ৪০ হাজার টাকার বিনিময়ে চোরদের ছেড়ে দিলেও লোহাগুলো ভ্যানসহ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দিপেন্দ্র নাথের সঙ্গে কথা বললে তিনি বলেন, লোহাগুলো কার এখন পর্যন্ত কেউ দাবি করতে আসেনি।
×