ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ব্রুস লির ‘পুনর্জন্ম’!

প্রকাশিত: ০৩:৪৬, ১১ ডিসেম্বর ২০১৪

আফগানিস্তানে ব্রুস লির ‘পুনর্জন্ম’!

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উঁচু জায়গায় বোমায় বিধ্বস্ত একটি প্রাসাদে কুংফুর কিংবদন্তি ব্রুস লির মতো দেখতে এক ব্যক্তির ‘হাই কিক’ দেয়া একটি ছবি ইন্টারনেটে ব্যাপক খ্যাতি কুড়িয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অন্য রকম একটি দিক উন্মোচিত হয়েছে। ফেসবুকে ‘ব্রুস হাজারা’ নামের একটি পাতায় ২০ বছর বয়সী আফগান নাগরিক আব্বাস আলিজাদা ব্রুস লির মতো কুংফুর পোশাক পড়ে তার বিখ্যাত ভঙ্গিগুলোতে ছবি তুলে ও ভিডিও করে ইন্টারনেটে পোস্ট করেছেন। আফগানিস্তানের সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহারকারী সমাজে দ্রুতই এই ছবি ও ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। প্রচারণার এই হঠাৎ বিস্ফোরণ তাকে বড় ধরনের খ্যাতি এনে দেবে বলে মনে করেন আলিজাদা। কাবুলের পরিত্যক্ত দারুলামান প্রাসাদে সপ্তাহে দুদিন কুংফু অনুশীলন করেন তিনি। তার মাথার চুলও ব্রুস লির মতো গোল করে ছঁাঁটা। অনুশীলনের ফাঁকে তিনি বলেন, আমাদের দেশের চ্যাম্পিয়ন হতে চাই আমি, তারপর হলিউড স্টার। ১৯২০ সালে আফগান বাদশা আমানুল্লাহ খান দারুল আমান প্রাসাদটি তৈরি করেছিলেন। রাজধানী কাবুল দখলে কয়েক দশকের লড়াইয়ে প্রাসাদটি এখন গুলি ও বোমার আঘাতে ক্ষতবিক্ষত। এই ধ্বংসকাণ্ড আমাকে বিষন্ন করে, আবার এটি আমাকে অনুপ্রেরণা দেয়, বলেন তিনি। দরিদ্র ঘরের সন্তান আলিজাদারা ১০ ভাইবোন। মার্শাল আর্ট প্রশিক্ষণের খরচ তার পরিবার যোগাতে পারেনি। সূত্র : ওয়েবসাইট।
×