ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু অস্ত্র নির্মূল করবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৪৬, ১১ ডিসেম্বর ২০১৪

পরমাণু অস্ত্র নির্মূল করবে না যুক্তরাষ্ট্র

ডিএনএ’র গঠন উন্মোচন করে পাওয়া মার্কিন প্রফেসর জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের পদকটি নিলামে কিনেছেন রাশিয়ার ধনকুবের আলিশের উসমানভ। আর এটি তিনি ওয়াটসনকে ফিরিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ওয়াটসন প্রথম জীবিত নোবেল লরিয়েট হিসেবে সোনার পদকটি নিলামে বিক্রি করেছেন। আর এটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ইস্পাত ও টেলিকম ব্যবসায়ী উসমানভ বলেন, ওয়াটসনই এই পদকটির যোগ্য। আর এটি বিক্রি করতে বাধ্য হয়েছেন ভেবে তিনি (উসমানভ) মানসিকভাবে বিষন্ন হয়ে পড়েছিলেন। বিবিসি ওয়েবসাইট
×