ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ভর্তি কোচিং রমরমা

প্রকাশিত: ০৬:১৯, ১১ ডিসেম্বর ২০১৪

চাঁপাইয়ে ভর্তি কোচিং  রমরমা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মাত্র ২০ দিনের রমরমা কোচিং বাণিজ্যে বিভোর এখন চাঁপাইনবাবগঞ্জ শহর। বেশ কয়েকটি সিন্ডিকেট এই কোচিং বাণিজ্যের নেতৃত্ব দিয়ে লুটে নিচ্ছে কয়েক কোটি টাকা। কারণ, মাত্র ২০ দিনের এই বাণিজ্যে অভিভাবকদের গুনতে হবে মাথাপিছু পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত। কোন ক্ষেত্রে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা। কোচিং বাণিজ্যের শর্তের মধ্যে রয়েছে শহরের দুটি মানসম্পন্ন সরকারী হাই স্কুলের ৬ষ্ঠ, নবম ও তৃতীয় শ্রেণীতে ভর্তি হবার নিশ্চয়তা। আর এই স্কুল দুটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন ও বালিকা উচ্চ বিদ্যালয়। এরমধ্যে শুধু বালিকা বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী রয়েছে। ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে সরকারী হাইস্কুল দুটিতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা নিয়ে থাকে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত কয়েক ম্যাজিস্ট্রেট। তারা পরীক্ষা শুরুর আগে প্রশ্ন নিয়ে স্কুলে আসেন এবং পরীক্ষা গ্রহণের পর খাতা দেখা শেষ করে মেধা তালিকা তৈরির মাধ্যমে বোর্ডে টাঙ্গিয়ে দিয়ে চলে যান। এতে করে রাত গভীর হয়ে যাওয়ার পরও ফল ঘোষণা করা হয়। বেশ কয়েক বছর ধরে এই নিয়মনীতি মেনে প্রশাসন কর্তৃক ভর্তি পরীক্ষা গ্রহণন করা হলেও এইসব স্কুলের একশ্রেণীর অসাধু শিক্ষক সিন্ডিকেট করে পাস ও ভর্তির নিশ্চয়তা দিয়ে শহরের শতাধিকস্থানে মাত্র বিশ দিনের কোচিং বাণিজ্য শুররু করেছে। সমগ্র জেলার বিভিন্নস্থানের স্কুলের পাস করা শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা এসে ভর্তি কোচিং বাণিজ্যের ফাঁদে পা দিয়ে বড় ধরনের প্রতারণার মধ্যে পড়ে। পহেলা ডিসেম্বর থেকে কোচিং শুরু করেছে। হাজার হাজার শিক্ষার্থী পুরো শহরে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়ে কোচিং ফাঁদে রয়েছে। কোচিং বাণিজ্যের এইসব শিক্ষক কোন কোন ক্ষেত্রে কোচিংয়ের বাইরে ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ভর্তির নিশ্চয়তা দিচ্ছে অভিভাবকদের। এখানে উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কয়েকমাস পর অর্থাৎ ভর্তির তারিখ পেরিয়ে যাবার পর এই দুটি স্কুলে কিছু শিক্ষার্থীকে ভর্তি হতে দেখা যায়। গুজব রয়েছে এইসব শিক্ষার্থীর অভিভাবকরা মোটা অঙ্ক ব্যয় করে রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনায় স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকার ওপর চাপ সৃষ্টির মাধ্যমে ভর্তি নিতে বাধ্য করে।
×