ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসিকে সেরা বললেন লুইজ

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ডিসেম্বর ২০১৪

মেসিকে সেরা বললেন লুইজ

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সিলোনার কাছে পরাজয় দেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারপরও পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে তারা। পরের পর্বের টিকেট পাওয়া সব দলেরই ভাবনায় এখন ড্র। কে পাচ্ছে কাকে। তবে প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস অবশ্য প্রতিপক্ষ দলকে নিয়ে চিন্তিত নন। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়েও ভীত নয় তারা। বুধবার ন্যুক্যাম্পে বার্সিলোনার বিপক্ষে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ডেভিড লুইস বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ অথবা অন্য যে কোন দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত। এমনকি গ্রুপ পর্বের বাধা পেরোনো অন্য যে কোন দলের বিপক্ষে যাদের স্কোয়াড সেরা সেরা খেলোয়াড়দের দিয়ে গড়া তাদের মুখোমুখি হতে প্রস্তুত আমরা। পিএসজি সেরা ক্লাবের বিপক্ষে না খেলার কথা কখনই ভাবে না। বরং যে কোন দল যদি সেটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নও হয় তারপরও আমরা চেষ্টা করি প্রতিপক্ষের বিপক্ষে আমাদের সেরাটা ঢেলে দিতে।’ বিশ্বফুটবলে বর্তমান সময়ের সেরা ক্লাবগুলোর মধ্যে পিএসজিও একটি। ফ্রেঞ্চ লীগ ওয়ানে তো গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে তারা। কিন্তু এখনও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেরা হতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই। জ¬াতান ইব্রাহিমোভিচ, এডিসন কাভানি, থিয়াগো সিলভা এবং ডেভিড লুইজের সেরা সেরা সব খেলোয়াড়দের দিয়ে গড়া দল পিএসজি। তাই ডেভিড লুইজ মনে করছেন এবার তারা শিরোপার দাবিদার। এ বিষয়ে ব্রাজিলিয়ান এই রক্ষণসৈনিক বলেন, ‘পিএসজি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার দাবিদার। পিএসজি সেরা ক্লাব এটা আমরা সবসময়ই মনে করি। প্রতিপক্ষের বিপক্ষে সব ম্যাচই সঠিকভাবে খেলা এবং জয় ছিনিয়ে আনাই হলো আমাদের দর্শন।’ ক্লাব ফুটবলের ইতিহাসে বার্সিলোনা সেরাদের তালিকায় এ বিষয়ে কোন সন্দেহ নেই। আর নিজেদের মাঠে তো আরও বেশি দুর্বার তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দেখা গেল তা। ৩-১ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে পিএসজির বিপক্ষে। তবে এতে বিস্মিত নন ডেভিড লুইস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এটাকে বিস্ময় হিসেবে নিচ্ছি না। বার্সিলোনার দর্শন সম্পর্কে আমরা অবগত। তারা সবসময়ই বল দখলে মনোযোগ দিয়ে থাকে। নেইমার, সুয়ারেজ এবং মেসি সবসময়ই গোল করার সুযোগে থাকে। তারা একে অপরকে দারুণভাবে সহায়তা করে। প্রকৃতপক্ষে এটাই খেলার অংশ।’ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারের মতো ত্রি-সৈনিককে নিয়ে গড়া বার্সিলোনার রক্ষণভাগ। তাই যে কোন দলের জন্যই হুমকি। সেটা অনুভব করেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা লুইজও। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্লাব হিসেবে বার্সিলোনা আমাদের চেয়ে সেরা। তাদের তিনজন অপ্রতিরোধ্য স্ট্রাইকার রয়েছে। মেসি তো চমৎকার। এ যাবতকালেরই সেরা ফুটবলার। বার্সিলোনার প্রধান কোচও বেশ ভাল। দলের অন্য সব খেলোয়াড়রাও দুর্দান্ত।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। এবারও দুর্দান্ত খেলছে ক্লাবটি।
×