ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিটনের শতকে আবাহনীর জয়

প্রকাশিত: ০৫:৪২, ১২ ডিসেম্বর ২০১৪

লিটনের শতকে আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় কোন ম্যাচই ৫০ ওভারে হতে পারেনি। কুয়াশার জন্য সব ম্যাচেরই ওভার কমানো হয়েছে। আবাহনী লিমিটেড জিতেই চলেছে। লিটন কুমারের শতকে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৭ উইকেট হারিয়েছে আবাহনী। কলাবাগান ক্রীড়া চক্রকে ৪৭ রানে হারিয়ে টানা নয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ব্রাদার্সকে বৃষ্টি আইনে ২৮ রানে হারিয়ে ভিক্টোরিয়াও সুপারলীগে খেলার দাবিদার হয়ে উঠেছে। আরও উপরে আবাহনী ফতুল্লায় ম্যাচটি হয় ৩৩ ওভারের। আগে ব্যাট করে সাব্বির রহমান রুম্মনের ৮৩ রানে ৩২.৫ ওভারে ১৮৫ রান করে গুটিয়ে যায় কলাবাগান সিএ। জবাবে এক লিটন কুমারই ম্যাচ জিতিয়ে দেন। ৭৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৮ রান করেন লিটন। লিটনের এ দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৩২ ওভারে ১৮৬ রান করে ম্যাচ জিতে যায় আবাহনী। সুপারলীগে খেলা আগেই নিশ্চিত করে নেয় আবাহনী। এবার ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা আরও মজবুত করে নিয়েছে আবাহনী। শীর্ষে প্রাইম ব্যাংকই মিরপুরের ম্যাচটিতে অর্ধেক খেলা হয়। কুয়াশার জন্য ২৫ ওভার করে খেলাই হয়নি। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক সাদমান ইসলামে ৫৪, সৌম্য সরকারের ৩৫ রানে বড় স্কোর গড়ে। ৬ উইকেটে ১৯৩ রান করে। জবাব দিতে গিয়ে ২৫ ওভার ঠিকই খেলে কলাবাগান ক্রীড়া চক্র। কিন্তু ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি। ব্রাদার্সের বিদায় বিকেএসপিতে ৩৪ ওভারে খেলা হয়। ম্যাচটি আবার পুরোপুরি শেষও হয়নি। আগে ব্যাট করে ভিক্টোরিয়া ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে। ইমরুল কায়েস একাই করেন ৭২ রান। জবাবে ৩৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করতেই খেলা বন্ধ হয়ে যায়। কুয়াশায় আর খেলা হয় না। নিশ্চিত হারই হতো ব্রাদার্সের। তবে বৃষ্টি আইনেই ফয়সালা হলো ম্যাচের। এ জয়ে ভিক্টোরিয়া যেমন সুপারলীগে খেলার দাবিদার হয়ে উঠল। তেমনি ব্রাদার্স সুপারলীগে খেলার সুযোগ হাতছাড়া করল। স্কোর ॥ আবাহনী-কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ) ম্যাচ-ফতুল্লা কলাবাগান সিএ ইনিংস ১৮৫/১০; ৩২.৫ ওভার (সাব্বির ৮৩, ইমতিয়াজ ৪৮; সাকলায়েন ২/২১)। আবাহনী ইনিংস ১৮৬/৩; ৩২ ওভার (লিটন ১০৮, মজিদ ৪৫, রকিবুল ১৭, মাসাকাদজা ১৩*)। ফল ॥ আবাহনী ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ লিটন কুমার (আবাহনী)। প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচ-মিরপুর প্রাইম ব্যাংক ইনিংস ১৯৩/৬; ২৫ ওভার (সাদমান ৫৪, সৌম্য ৩৫, পারভেজ ২৬, মাহমুদুল্লাহ ২২; নাসুম ৩/২৮, রাজ্জাক ৩/৩৮)। কলাবাগান ক্রীড়া চক্র ইনিংস ১৪৬/৯; ২৫ ওভার (তাসামুল ৩১, শামসুর ২৯, উত্তম ২৩; তাইজুল ২/১৯, এনামুল জুনিয়র ২/২৩)। ফল ॥ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাদমান ইসলাম (প্রাইম ব্যাংক)। ভিক্টোরিয়া-ব্রাদার্স ম্যাচ-বিকেএসপি ভিক্টোরিয়া ইনিংস ২০৩/৬; ৩৪ ওভার (ইমরুল ৭২, জসিম ৩৪, মাহবুবুল ৩১; লিয়াম ২/২৬)। ব্রাদার্স ইনিংস ১৬৯/৯; ৩৩ ওভার (ইয়াসির ৬৫, অভিষেক ৫২, লিয়াম ২৬; সোহরাওয়ার্দী ২/৩৫)। ফল ॥ ভিক্টোরিয়া বৃষ্টি আইনে ২৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইমরুল কায়েস (ভিক্টোরিয়া)।
×