ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিয়ালের আজ টানা ‘২০’?

প্রকাশিত: ০৫:৪৫, ১২ ডিসেম্বর ২০১৪

রিয়ালের আজ টানা ‘২০’?

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড আগেই হয়েছে। এখন রিয়াল মাদ্রিদের লক্ষ্য আরও কয়েকটি রেকর্ডের দিকে ছোটা! চ্যাম্পিয়ন্স লীগে আগের ম্যাচ জিতে টানা ১৯ জয়ের রেকর্ড গড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। টানা ২০ জয়ের লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে কার্লো আনচেলোত্তির দল। স্প্যানিশ লা লিগার এ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্বাগতিক আলমেরিয়া। চ্যাম্পিয়ন্স লীগে বুলগেরিয়ার ক্লাব লুডোগোরেটস রাজগার্ডকে হারিয়ে টানা জয়ের নতুন রেকর্ড গড়ে আনচেলোত্তির দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন রিয়ালের টানা জয় ১৯টি। এক্ষেত্রে তারা ছাড়িয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার টানা ১৮ জয়ের রেকর্ড। ২০০৫-০৬ মৌসুমে কিংবদন্তি ফ্রাঙ্ক রাইকার্ডের হাত ধরে রেকর্ডটি গড়েছিল কাতালানরা। অপ্রতিরোধ্য ছন্দে থাকা রিয়াল দারুণ এই রেকর্ড গড়ে আরও কয়েকটি রেকর্ডের পথে পা ফেলেছে। এই যেমন সান্টিয়াগো বার্নাব্যুতে আর মাত্র এক জয় পেলেই নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লীগে সর্বাধিক জয়ের রেকর্ড গড়বে দলটি। এক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ১২ জয়ে ভাগ বসাবে স্প্যানিশ পরাশক্তিরা। শেষ ষোলোর লড়াইয়েই এই সুযোগ পাচ্ছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যানইউ ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওল্ডট্রাফোর্ডে টানা ১২ ম্যাচ জিতে রেকর্ডটি নিজেদের করে রেখেছে। টানা জয়ের রেকর্ডে বার্সাকে পেছনে ফেলার পর লস ব্লাঙ্কসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ডের হাতছানি। যা করতে পারলে রিয়ালের নাম উঠবে গিনেস বুক অব রেকর্ডে। বর্তমানে এই রেকর্ডটির মালিক ব্রাজিলিয়ান ক্লাব কোরিটিবার। ২০১১ সালে এই ক্লাবটি গিনেস বুকে নিজেদের নাম লেখায়। একই বছরের ৮ সেপ্টেম্বর গিনেস কর্তৃপক্ষ কোরিটিবাকে ‘মোস্ট ভিক্টোরিয়াস টিম ইন দ্য ওয়ার্ল্ড’ নামে আখ্যায়িত করে। চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নদের গিনেস বুকে নাম উঠাতে হলে আজ জিততে হবে লা লিগায় আলমেরিয়াল বিরুদ্ধে ম্যাচ। এরপর রিয়ালকে খেলতে হবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল। পরের দুটি ম্যাচের প্রথমটিতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয়ের পর শেষ ম্যাচে স্প্যানিশ কাপে জিততে হবে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। দুর্দান্ত এই রেকর্ডের মিশন রিয়াল ইতোমধ্যে শুরু করেছে। শুধু তাই নয়, রিয়ালের সামনে ফুটবল প্রতিযোগিতা ছাড়াও আরও একটি রেকর্ডের হাতছানি। প্রতিযোগী দল হিসেবে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল লেকারস ১৯৭১-৭২ সালে সর্বোচ্চ ৩৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। টানা ২৪ জয়ের রেকর্ড গড়তে পারলে নিশ্চিতকরেই এই রেকর্ডে দৃষ্টি দেবে বিশ্বের সবচেয়ে দামী ও অন্যতম জনপ্রিয় ক্লাবটি।
×