ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে চাঁদা না পেয়ে স্থাপনা ভাংচুর ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:২১, ১২ ডিসেম্বর ২০১৪

পার্বতীপুরে চাঁদা না পেয়ে স্থাপনা ভাংচুর ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ১১ ডিসেম্বর ॥ সন্ত্রাসীরা চাঁদা দাবি করে না পেয়ে নির্মাণাধীন স্থাপনা ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মাজেদ (৩৩) ও মিন্টু (২৬) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে হলদিবাড়ী রেলগেট এলাকায় বুধবার রাত ১১টায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের তা-ব ও ভাংচুরের চিত্র চোখে পড়ে। ক্ষতিগ্রস্ত রোকনুজ্জামান রোকন মাস্টার (৪০) জানায়, হলদিবাড়ী হেলথ কমপ্লেক্স হাসপাতাল ও হাইওয়ের পাশে তিনি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন। এতে শুরু থেকেই সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। তবে তাদের দাবি প্রত্যাক্ষ্যাণ করায় মিন্টুসহ আরও সহযোগীদের নিয়ে এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাজেদ গভীর রাতে এ ঘটনা ঘটায়। বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হত এক স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহরের সূত্রাপুর রিয়াজকাজী লেনে বেলনু ভর্তি করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রুকু (২২) নামে এক পথচারী নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ জানায়, সেখানে সালাম নামে এক ব্যক্তি বাড়ির পাশের রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে গ্যাস বেলুন-এর ব্যবসা করে আসছিল। তার বাড়ির সামনে রাস্তার ওপর ৩টি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ, সালাম সিলিন্ডারে গ্যাসের চাপ বৃদ্ধির জন্য নিজেই সিলিন্ডারে রাসায়নিক ব্যবহার করত। সকাল ১০টার দিকে রাস্তার পাশে রাখা ৩টি গ্যাস সিলিন্ডারের মধ্যে হঠাৎ করে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে রুকু নামে এক পথচারী নিহত ও গ্যাস বেলুন ব্যবসায়ী সালাম আহত হয়। নওগাঁয় মুক্তিযোদ্ধা খুন ॥ আটক চার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ ডিসেম্বর ॥ বিজয়ের মাসে নওগাঁর পতœীতলায় নাজিম উদ্দিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় মরহুমের বাড়ি মেহরুন গ্রামে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে হত্যাকা-ের পর রাতেই পুলিশ যে ৩ মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিল, তাদের ছেড়ে দেয়া হয়েছে। আশুলিয়ায় অপহৃত ছাত্র চার দিন পর উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ ডিসেম্বর ॥ আশুলিয়ায় অপহরণের ৪ দিন পর অপহৃত স্কুলছাত্র হৃদয় ম-লকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার আতিক ভিলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বরিশালে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের বিভাগীয় সম্মেলন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল বিভাগীয় সম্মেলন বুধবার সকালে নগরীর রূপাতলী এলাকার নলছিটি প্লাজার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিভাগের দশ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিষদের বিভাগীয় কমিটির আহ্বায়ক এমএ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান নিজামী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুস সাত্তার হাওলাদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এমএ ফয়েজ হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মোল্লা, জেলা কমিটির সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার প্রমুখ। ভারতে ছিটমহল বিষয়ক সেমিনারে জনকণ্ঠ সাংবাদিক মুকুল স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দৈনিক জনকণ্ঠের পঞ্চগড়ের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল ‘ছিটমহল ও মানবতা’ বিষয়ে এক সেমিনারে যোগ দিতে ভারত গেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারত-বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলবাসীদের নিয়ে আন্দোলনের জনক প্রয়াত দীপক সেনগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাগৃহে এই সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে আলোচক হিসাবে বাংলাদেশ থেকে দৈনিক জনকণ্ঠের রিপোর্টার এ রহমান মুকুলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যান জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ ডিসেম্বর ॥ গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন নিতে গেলে আদালত আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। এর আগে তার বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলার চার্জশীট আদালতে দাখিল করলে স্থানীয় সরকার বিভাগের এক আদেশবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
×