ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্সের ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:২২, ১২ ডিসেম্বর ২০১৪

মাস্টার্সের ফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ ডিসেম্বর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৯৩ দশমিক ৩৩। এ পরীক্ষায় ৩১ টি মাস্টার্স বিষয়ে সারাদেশে ১’শ ৩টি কলেজের ১ লাখ ২৬ হাজার ৮২১ জন পরীক্ষার্থী মোট ৮২টি কেন্দ্রে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে। প্রকাশিত সংবাদ প্রসঙ্গে হাটহাজারী অদুদিয়া মাদ্রাসার বক্তব্য ‘হাটহাজারীর মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গী অর্থায়নের অভিযোগ’ শিরোনামে গত ৮ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামেয়া অদুদিয়া ছুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিবাদলিপিতে এ সংক্রান্ত তথ্য সত্য নয় বলে দাবি করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ সৈয়দ হোসেন স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, সংবাদে পরিবেশিত তথ্য যেমনÑ জঙ্গী অর্থায়নের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহ, মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমিতে শৌচাগার নির্মাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা ইত্যাদি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এই মাদ্রাসা জঙ্গীবাদের ঘোর বিরোধী। পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের দুই কর্মকর্তা তদন্ত না করেই একতরফাভাবে যে প্রতিবেদন দাখিল করেছেন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দফাওয়ারি যে জবাব চাওয়া হয়েছে তা আমরা প্রমাণসহ উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদকের বক্তব্য ॥ পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদনের ভিত্তিতেই রিপোর্টটি করা হয়েছে। এ ধরনের একটি প্রতিবেদন যে মাদ্রাসা কর্তৃপক্ষের এসেছে তা তাদের বক্তব্যেই রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ এ প্রসঙ্গে জানান, মন্ত্রণালয় থেকে যে সকল বিষয়ে জানতে চাওয়া হয়েছে তা জানানোর জন্য এখনও সময় রয়েছে। সে অনুযায়ী লিখিত জবাব প্রস্তুত করা হচ্ছে। পিরোজপুরে কলেজ ছাত্রের রহস্য জনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১১ ডিসেম্বর ॥ পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র অমিত হাসান আকাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। আকাশ বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজে আসে কলেজ থেকে তার কয়েকজন বন্ধু আকাশ ডেকে নিয়ে যায়। পরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তার এক বন্ধু তারেক আকাশের বাবাকে ফোন করে হাসপাতালে আসতে বলে।
×