ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহানায়ককে ঐন্দ্রিলার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৩:১৮, ১৩ ডিসেম্বর ২০১৪

মহানায়ককে ঐন্দ্রিলার শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার ॥ মহানায়কখ্যাত প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তার মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা। আজ শনিবার এ উপলক্ষে আয়োজিক শ্রোতার আসরে তার বাবা অভিনীত বিখ্যাত কয়েকটি চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় গান গেয়ে শুনাবেন। আজ বিকেল ৫-৩০ মিনিটে গুলশানের একটি অভিজাত হোটেলে ‘মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদসহ আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত থাকবেন। ঐন্দিলা বলেন, বাবার চলচ্চিত্রের গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে কিছু গান আমন্ত্রিত অতিথিদের গেয়ে শোনানোর চেষ্টা করব। বাবার জন্মদিনেই অনুষ্ঠানটি করার ইচ্ছে ছিল। কিন্তু সব মিলিয়ে পেরে উঠতে পারিনি, তাই আজই অনুষ্ঠানটি করছি। ছোটবেলা থেকে ঐন্দ্রিলা গানের সঙ্গে জড়িত। বাবা বুলবুল আহমেদকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে ঐন্দ্রিলা গাইবেন আমজাদ হোসেন পরিচালিত ‘জন্ম থেকে জ্বলছি’ চলচ্চিত্রের ‘দুঃখ ভালবেসে প্রেমের খেলা খেলতে হয়’ ও ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রের ‘শতজনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে’, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভাল মানুষ’ চলচ্চিত্রের ‘যে কথা নীরবে ভাষা খোঁজে’, আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই জীবন’ চলচ্চিত্রের ‘আবার দু’জনে দেখা হলো’, হাফিজ উদ্দিন পরিচালিত ‘ওয়াদা’ চলচ্চিত্রের ‘যদি বউ সাজোগো’। প্রসঙ্গত, চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ই ঐন্দ্রিলা তার বাবার নির্দেশনায় ‘গরম হাওয়া’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন। এরপর তার বাবার নির্দেশনায় নির্মিত বহু প্যাকেজ নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন ঐন্দ্রিলা।
×