ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৪

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছেন এক তরুণী। তরুণীর নাম নাজনীন আকতার হ্যাপি। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি হ্যাপি নামের এই তরুণী। রুবেলের বিরুদ্ধে মামলাও করেছেন। মামলাটি করা হয়েছে রাজধানীর মিরপুর থানায়, নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায়। মামলা নম্বর-৩৭। শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেছেন হ্যাপি। তিনি অভিযোগ করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শুধু তাই নয়, রুবেলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেছেন ওই তরুণী। এ বিষয়ে রুবেল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। তবে রুবেলের ঘনিষ্ঠ জনদের সূত্রের খবর, তরুণীর সঙ্গে মনমালিন্যের জেরেই এ মামলাটি হয়েছে। আজ রুবেল হোসেনের খেলা আছে। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন রুবেল। সেই সময়ই রুবেলকে মিলবে। কিন্তু এখানে প্রশ্ন থাকছে, রুবেল কী মামলার জন্য এ ম্যাচটিতে খেলতে পারবেন? হেলাল সাফের হবু সম্পাদক! স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। এ প্রসঙ্গে বাফুফে তাঁর এবং সাফের বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জানান, এ বিষয়ে সাফের ৭ দেশের মধ্যে ৪ দেশই সম্মতি দিয়েছে। দেশগুলো হলোÑ বাংলাদেশ, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাকি আছে ভারত, নেপাল এবং মালদ্বীপ। তাদের রাজি করানোর চেষ্টা চলছে। আরও জানা গেছে, ঢাকাতেই হতে যাচ্ছে সাফের অফিস। সম্প্রতি সাফের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান ভারতের আলবার্তো কোলাসো। তিনি ছিলেন অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরও সাধারণ সম্পাদক। তাঁর পদত্যাগের ফলে সাফের সাধারণ সম্পাদকের পদটি এখন খালি আছে। আর এ পদেরই জন্য বাংলাদেশের হেলালকে নিয়োগ করার চিন্তা করছেন সাফ সভাপতি। সাফের অফিসটি ঢাকায় হলে প্রশাসনিক কাজের অগ্রগতি হবে। সাফ সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি একই ভবনে কাজ করেন তাহলে কাজগুলো অনেক সহজ হবে। এ কারণেই বাফুফে ভবনের তৃতীয় তলায় সাফের অফিস করার পরিকল্পনা রয়েছে সালাউদ্দিনের। যেহেতু সাফের ৭ দেশের মধ্যে ৪ দেশেরই সম্মতি আছে, সেক্ষেত্রে আশা করা যেতেই পারে সাফের সাধারণ সম্পাদকের পদে বসতে যাচ্ছেন হেলাল।
×