ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধ সম্পদ অর্জন ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট এসপি মিজানকে দুদকের জিজ্ঞাসা

প্রকাশিত: ০৪:৫৬, ১৫ ডিসেম্বর ২০১৪

অবৈধ সম্পদ অর্জন ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট এসপি মিজানকে দুদকের জিজ্ঞাসা

স্টাফ রিপোর্টার ॥ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকা মিল ব্যারাকের কমান্ডেন্ট মিজানুর রহমানের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০১২ সালে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
×