ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে পাঁচ তারকার বৃদ্ধাশ্রম

প্রকাশিত: ০৫:২২, ১৫ ডিসেম্বর ২০১৪

বিজয়ের মাসে পাঁচ  তারকার বৃদ্ধাশ্রম

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসের প্রথমদিন থেকে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ শিরোনামের তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে । তবে গত ৯ ডিসেম্বর থেকে রাজধানীর অদূরে মাওনা’র একটি বাংলোবাড়িতে জীবন্ত কিংবদন্তী পাঁচজন বিশিষ্ট অভিনয়শিল্পীকে নিয়ে শুরু করেছেন ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের মূল গল্পের শূটিং। বরেণ্য এ পাঁচ অভিনেতা হলেন হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ। ‘এক পৃথিবী প্রেম’ সম্পূর্ণ রোমান্টিক ঘরানার একটি চলচ্চিত্র। তবে গল্পের প্রয়োজনে একটি ‘বৃদ্ধাশ্রম’এ পাঁচজন বৃদ্ধ’র গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে এই পাঁচজনের চারজন একসময় ‘বৃদ্ধাশ্রম’ থেকে পালিয়ে যান। কিন্তু কোথাও শান্তি খুঁজে না পেয়ে আবার তারা ফিরে আসে বৃদ্ধাশ্রমে। এগিয়ে যায় গল্প। চলচ্চিত্রে হাসান ইমাম অভিনয় করেছেন অশোক বড়ুয়া, এটিএম শামসুজ্জামান শুভাশীষ ব্যানার্জি, আবুল হায়াত এ্যালবার্ট ম-ল, আমিরুল হক চৌধুরী আজহারুল ইসলাম এবং শর্মিলী আহমেদ অভিনয় করেছেন নীলুফার চরিত্রে। চলচ্চিত্রের শূটিংয়ের পাশাপাশি সিনিয়র এই তারকারা গল্পে আর আড্ডায় মেতে উঠেছেন। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে হাসান ইমাম বলেন, অলিকের নির্দেশনায় এবারই প্রথম আমি কাজ করছি। তার চলচ্চিত্রে কিছু বক্তব্য আছে। যা গম্ভীরভাবে না বলে হালকাভাবে বলার চেষ্টা করা হয়েছে যাতে দর্শক তা গ্রহণ করতে পারে। এটিএম শামসুজ্জামান বলেন, খুব ক্যালকুলেটিভ একজন পরিচালক এসএ হক অলিক। একটি দৃশ্য তার মনেরমতো না হলেও আবার শিল্পীর কাছ থেকে শিল্পীকে বিরক্ত না করে অনায়াসে আদায় করে নিতে পারে। তার পর্যবেক্ষণ ক্ষমতা খুব চমৎকার। যা বুঝে তাই লেখার চেষ্টা করে। আবুল হায়াত বলেন, একসঙ্গে আমার গুরু হাসান ইমামসহ আরও তিন বিশিষ্ট অভিনয় শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ভীষণ আনন্দের। এটা এক বিরাট পাওয়াও বটে। হয়ত আমাদের কারণে কাজটা একটা বিশেষত্বও দাবি করবে দর্শকের কাছে। আমিরুল হক চৌধুরী বলেন, শিল্পীকে ভালবেসে কাজ আদায় করে নেয়ার গুণ আছে অলিকের। শর্মিলী আহমেদ বলেন, আমার পাড়ার ছেলে অলিক। ছোটবেলা থেকেই তাকে চিনি, জানি। শিল্পীদের সবসময়ই আরাম দিয়ে কাজ আদায় করে নেয়। যে কারণে অনেক শীতের মধ্যে কষ্ট করে হলেও কাজটি করছি। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই। চলচ্চিত্রে চিত্রনায়িকা আইরিনের বিপরীতে আছেন নবাগত নায়ক আসিফ। এস এ হক অলিক এর আগে নির্মাণ করেছেন ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালবাসা’ নামের দুটি চলচ্চিত্র।
×