ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র উৎসব

৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক

প্রকাশিত: ০৫:২৩, ১৫ ডিসেম্বর ২০১৪

৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয়ের মাসে বলাকা সিনেওয়ার্ল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’। উৎসবটি আয়োজন করেছে ঢুলি কমিউনিকেশনস। আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি চলচ্চিত্র। অনুষ্ঠানে চারজন বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে চলবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’, তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’, নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ এবং ২৫ ডিসেম্বর তারেক মাসুদের ‘মাটির ময়না’। ১৯ ডিসেম্বর সকাল ১১টায় বলাকা সিনেওয়ার্ল্ডে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভার্সেটাইল মিডিয়ার প্রধান নির্বাহী আরশাদ আদনান ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। উৎসব প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। বিজয়ের উচ্ছ্বাস ছড়াতে এবং প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। আমরা এর পরিকল্পনা করছি অনেকদিন ধরে। তবে বুদ্ধিজীবী দিবসেই খবরটি সবাইকে জানাতে চেয়েছি। আশা করছি বরাবরের মতো আমাদের এই আয়োজনটিও সফল হবে।
×