ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার শতবর্ষ পূর্তি উৎসব

প্রকাশিত: ০৫:২৪, ১৫ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার শতবর্ষ পূর্তি উৎসব

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার শত বছরের প্রাচীন সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) শতবর্ষ পূর্তি উৎসবের মাসব্যাপী অনুষ্ঠানমালা শুক্রবার শুরু হয়েছে। ওইদিন অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় সংস্থার চত্বর। পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও গানাসাসের সভাপতি মো. এহছানে এলাহী ও গানাসাসের কার্যকরী সভাপতি রেজাউল হক চৌধুরী। এর আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে সংস্থার সদস্যরা রক্তদান করেন। সন্ধ্যায় ডাঃ সাখাওয়াত হোসেন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী এই উৎসবে দেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক সংঠনের অংশগ্রহণে গুণীজন সংবর্ধনা, ভাওয়াইয়া, পল্লীগীতি, লালনগীতি, কবিগান, গীতিনৃত্যনাট্য, নৃত্য, আবৃত্তি ও নাটক মঞ্চায়ন হবে।
×