ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে কুকের নেতৃত্বেই আস্থা মুরসের

প্রকাশিত: ০৫:৫১, ১৬ ডিসেম্বর ২০১৪

বিশ্বকাপে কুকের নেতৃত্বেই আস্থা মুরসের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে পুরোপুরি আর মাত্র ২ মাস বাকি। আসন্ন এই বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন কে? নিশ্চিতভাবেই এ্যালিস্টার কুক। কারণ এখন পর্যন্ত কোন সিরিজে তাঁর বিকল্প হিসেবে কাউকে পরীক্ষা করা হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও চলমান ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অন্য কাউকে দিয়ে পরীক্ষামূলকভাবে অধিনায়কত্ব করানোর কোন ধরনের পদক্ষেপ নেয়নি। সিরিজটি শেষ হলে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে ইংলিশরা ত্রিদেশেীয় একটি আসরে অংশ নেবে। সেখানে স্বাগতিক দল ছাড়াও গত বিশ্বকাপের শিরোপাধারী ভারত আছে। এ ছাড়া বিশ্বকাপের আগে আর কোন সিরিজ না থাকায় ক্রিকেট বিশ্লেষকরা নিশ্চিত কুকের কাঁধেই বিশ্বকাপে দলের নেতৃত্ব ভার বহাল থাকবে। যদিও অধিনায়ক ও খেলোয়াড় উভয় ক্ষেত্রেই কুক বর্তমানে দারুণ চাপের মুখে আছেন। অনেকের মধ্যে সংশয়ও ছিল শেষ পর্যন্ত হয়ত বিশ্বকাপে অধিনায়কত্ব ছিনিয়ে নেয়া হবে কুকের কাছ থেকে। তবে ইংল্যান্ডের নির্বাচকরা শতভাগ পক্ষে আছেন কুকের অধিনায়কত্বের বিষয়ে। প্রধান কোচ পিটার মুরসও যথেষ্ট আস্থা রাখছেন বিশ্বকাপেও কুকের নেতৃত্বের ওপর। যদিও তিনি জানিয়েছেন বিষয়টি নিশ্চিত নয়। যখন কোন একটি দল সিরিজ হারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হতে হয় অধিনায়ককে। কুকের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দলের পাশাপাশি তিনি নিজেও ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে সংগ্রাম করছেন দীর্ঘদিন ধরে। সে জন্যই বিশ্বকাপ মঞ্চে কুকের নেতৃত্ব সবাইকে আশাবাদী রাখতে পারছে না। যদিও কোচ মুরস এখনও অধিনায়ক কুকের ওপর যথেষ্ট আস্থা ও বিশ্বাস রাখেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজেও জানিয়েছেন বিশ্বকাপে কুক দলকে নেতৃত্ব দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও ইংল্যান্ডের নির্বাচক জেমস হুইটেকার দাবি করেন তাঁদের ১০০ ভাগ সমর্থন আছে কুকের নেতৃত্বের ওপর। মুরস এখনও কুককেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন। কিন্তু তিনি জানিয়েছেন প্রতিটি সিরিজের পর পারফরমেন্স এবং দলের সাফল্যের বিষয়টি যেভাবে বিবেচনা করা হয় সেভাবেই বিশ্লেষণ করে তিনি হুইটেকার, মিক নিউয়েল ও এ্যাঙ্গাস ফ্রেজারের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করবেন। তবে দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে কুক নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী। ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেয়া উচিত এমন দাবিতে অনেক সাবেক ক্রিকেটার সোচ্চার হলেও সে সবের তোয়াক্কা করেননি কুক। এ বিষয়ে রিচার্ড নিক্সন বলেছিলেন, ‘পরাজয় কখনও একজন মানুষকে শেষ করে দিতে পারে না বরং হাল ছেড়ে দেয়াটাই করে।’ হাল ছাড়েননি কুক, নিজের ওপর তাঁর আত্মবিশ্বাস অনেক বিষয়েরই পরিবর্তন ঘটিয়েছে। এ বিষয়ে মুরস বলেন, ‘তিনি সত্যিই দারুণ। রান না পাওয়ার জন্য তিনি অবশ্যই হতাশ। কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাঁর আছে। তিনি চান দলকে বিশ্বকাপে ভালভাবে এগিয়ে নিতে। তিনি চান দলকে বিশ্বকাপ জয় করাতে এবং তিনি ভালভাবেই জানেন অন্য কেউ সেটা নিশ্চিত করতে পারবে না।’
×