ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবসে অপি করিমের ‘বাংলাদেশ’

প্রকাশিত: ০৬:২৪, ১৬ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবসে অপি করিমের ‘বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় প্রচারের লক্ষ্যে নির্মিত ‘বাংলাদেশ’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেত্রী অপি করিম। নাটকটি রচনা ও পরিচলানা করেছেন মাহমুদ দিদার। অপি করিম ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান প্রমুখ। ‘বাংলাদেশ’ নাটকটি আজ ১৬ ডিসেম্বর রাত ৮-২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। নাটকে দেখা যাবে সেঁজুতি সাংবাদিক। বাংলাদেশ নামে তার একটা অনলাইন পোর্টাল আছে। সেঁজুতি বক্তা হিসেবেও ভাল। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে এসেছে। আজকে খোলা মাঠে কি দুর্দান্ত বক্তব্য সে আজ দিয়েছে মানুষের ইতিহাস সুন্দরের গণহত্যার নয়। ৭১ নামে একটা সংগঠন করেছে। ৭১ জেনোসাইড নিয়ে কাজ করছে তারা। সেঁজুতি বেশ খেপাটে দেখতে। বিপ্লবী একটা বিষয় তার চলনে বলনে। সেঁজুতি বলে ‘প্রথাবদ্ধ মেয়েলি খাসলত আমি পছন্দ করি না’। মেনন সেঁজুতিকে পছন্দ করে। সুদর্শন মেননকে কোন পাত্তা দেয় না সেঁজুতি। সেঁজুতির এক কথা- মিছিলে আয় মেনন, মানুষের মাঝে আয়, এখানেই প্রেম। এদিকে স্বাক্ষাতকার নিতে যায় বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিনের। বেশকিছু সমাজ সেবামূলক কাজ করে তিনি আজ বিখ্যাত। আলিমুদ্দিন সেঁজুতিকে ইতিহাস শোনান। যুদ্ধের গল্প বলেন। রিপোর্ট করতে গিয়ে কিছুটা অদ্ভুত মনে হয় আলিমুদ্দিনকে। প্রথমে ছবি তুলতে দিতে চাননি। বারবার বলার পর ছবি তোলে সেঁজুতি। একসময় অনলাইনে ছবিসহ স্বাক্ষাতকারটি প্রকাশিত হয়। কিছুদিন পরই ফোন পায় সেঁজুতি। এক ব্যক্তি হঠাৎ যোগাযোগ করে সেঁজুতির সঙ্গে। আলিমুদ্দিনকে সে চেনে। কিভাবে তাকে কেন? প্রশ্নের উত্তর খুঁজতে দেয়া হয় ওই লোকের সঙ্গে। জানাতে পারে অজানা অনেক কথা। এবার কি করবে সেঁজুতি?
×