ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবি হত্যা ঘটনায় মামলা দায়ের ॥ ২ ছাত্র পুলিশে

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ ডিসেম্বর ২০১৪

চবি  হত্যা ঘটনায়  মামলা দায়ের ॥  ২ ছাত্র পুলিশে

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রবিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তাপস সরকার নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় সোমবার মধ্যরাতে (রাত ২টা) মামলা নিয়েছে পুলিশ। সোমবার রাতে সংস্কৃতি বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৩০ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অন্যদিকে, সোমবার ২ ছাত্রকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এজাহারে বলা হয়, এসএম আরিফুল ইসলাম, জালাল আহমেদ, রুপম বিশ্বাস, এরশাদ হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত ১৫/২০ জন হত্যার উদ্দেশে দেশী-বিদেশী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় ১নং আসামি আশরাফুজ্জামান আশা তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করলে তা তাপস সরকারের বুকে বিদ্ধ হয় এবং তাপস ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। এজাহারে আরও উল্লেখ করা হয়, মামলার আসামি রুবেল দে, শাহরিদ শুভ, ফরহাদ হোসেন, মোঃ এনামুল হাসান অভি; প্রত্যেকেই নিজ হাতে থাকা পিস্তলদ্বারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ বিষয়ে হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, চবিতে ছাত্র হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর আসামি ধরতে পুলিশী অভিযান চলছে। এদিকে সোমবার বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে মামলার দুই আসামি আবু আহাদ অমি ও জায়েদ মাহমুদকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
×