ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে ড্রিম পার্ক নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৪

নোয়াখালীতে ড্রিম পার্ক নির্মাণ কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৬ ডিসেম্বর ॥ অবশেষে শিশুদের বিনোদনে জেলা শহর মাইজদীতে নির্মিত হতে যাচ্ছে প্রথম পৌর ড্রিম পার্ক। শহরের শিশুপার্ক না থাকায় কয়েক যুগ ধরে বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শিশুপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ দিঘিরপাড়জুড়ে এ পার্ক নির্মিত হবে। মঙ্গলবার দুপুরে পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন এমপি একরামুল করিম চৌধুরী। এ সময় পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে এ পার্কের কাজ সম্পন্ন করা হবে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শিশু পার্কে শিশুদের বিনোদনের জন্য থাকবে কারুকার্য খচিত সীমানা প্রাচীর ঘিরে ফুলের বাগান, সুইং চেয়ার, মিনি চিড়িয়াখানা, ট্রেন, কফি কাপ, নাগরদোলা, মেরিগো রাউন্ড, শাপলা ঝর্না, পাহাড়ী ঝর্ণা, সুইমিং পুল, ক্যাবল কার, ব্যাম্পার কার, প্যাডেল বোট, ওয়াটার বাইক, চাইল্ড ইঞ্জয় গেম, ও পশু পাখির ভাস্কর্যসহ চিত্র বিনোদনের নানা উপকরণ।
×