ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাত্তরের ‘মামা বাহিনী’ প্রধান শহীদুল হক মামা গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ ডিসেম্বর ২০১৪

একাত্তরের ‘মামা বাহিনী’ প্রধান শহীদুল হক মামা গুরুতর অসুস্থ

দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ’৭১ সালের ১৬ ডিসেম্বর কাক্সিক্ষত বিজয় অর্জনের পরও ঢাকার মিরপুর- মোহাম্মদপুর এলাকায় বিহারীদের বিরুদ্ধে যিনি সশস্ত্র লড়াই চালিয়ে গিয়েছিলেন, সেই দুর্ধর্ষ গেরিলা কমান্ডার শহীদুল হক মামা আজ গুরুতর অসুস্থ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা, সুইডেন প্রবাসী একাত্তরের এই বীর সেনানী এখন সুদূর স্টকহল্মে চিকিৎসাধীন। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি সুইডেনে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন ইউরোপের বাঙালী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব শহীদুল হক মামা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একাত্তরের উত্তাল দিনগুলোতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র সংগ্রামে। মামার ভাষায়, “সারা বিশ্ব জানে একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু রাজধানীর মিরপুর হানাদার মুক্ত হয়েছিল বাহাত্তরের ৩১শে জানুয়ারি”। মিরপুর-মোহাম্মদপুরকে স্বাধীন করতে তখন শহীদুল হক মামার নেতৃত্বে গঠিত হয়েছিল দুধর্ষ গেরিলা গ্রুপ ‘মামা বাহিনী’। -প্রেস বিজ্ঞপ্তি
×