ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানুষের সঙ্গে শত্রুতায় সাবাড় হলো ছয়শ’ আমগাছ

প্রকাশিত: ০৬:০৪, ১৮ ডিসেম্বর ২০১৪

মানুষের সঙ্গে শত্রুতায় সাবাড় হলো ছয়শ’ আমগাছ

সংবাদদাতা, নাটোর, ১৭ ডিসেম্বর ॥ নাটোরের বাগাতিপাড়ার তকিনগর এলাকায় ২৮ বিঘা জমির প্রায় ৬০০ উন্নত জাতের আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বাগান মালিক ও এলাকাবাসীর ধারণা পূর্ব বিরোধের জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গাছ কাটার প্রকৃত কারণ উদ্ধার ও দোষীদের আটক করতে পারেনি। বাগান মালিক ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের তকিনগর মাঠে প্রায় ২৮ বিঘা জমির ৬০০ গাছ কাটা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গাছগুলো কেটে বিনষ্ট করেছে। এ সময় গ্রামের আসমত আলীর ছেলে মোহাব্বত হোসেন তনু মোল্লার ২০ বিঘা জমির ৫১০টি, এরশাদ আলীর ছেলে আব্দুল আলিমের ৬ বিঘা জমির ৫০টি ও মৃত সমশের মোল্লার ছেলে আনোয়ার হোসেন ঝন্টুর ২ বিঘা জমির ২৫টি আম গাছ কেটে ফেলা হয়। মালিকদের দাবি, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগান মালিকরা জানান, জমিজমা নিয়ে গ্রামের অনেকের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে সুনির্দিষ্টভাবে তারা এর জন্য কাউকে দায়ী করেননি। চসিকের হোল্ডিং ট্যাক্স ৩১ ডিসেম্বর পর্যন্ত সারচার্জমুক্ত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাগরিক সেবার স্বার্থে হোল্ডিং ট্যাক্সসহ যাবতীয় কর আদায়কে গতিশীল করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম। বুধবার অনুষ্ঠিত কর্পোরেশনের রাজস্ব শাখার সমন্বয় সভায় তিনি এ নির্দেশ প্রদান করেন। একই সভায় তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স পরিশোধের সুবিধার্থে নগরবাসীর ওপর ধার্যকৃত সারচার্জ মওকুফের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে বলেন, অবহেলা ও গাফিলতির কারণে কর আদায়ের গতি কমে গেলে দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।
×