ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হামাসের নাম কালো তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৪

হামাসের নাম কালো তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ

ফিলিস্তিনী ইসলামপন্থী গ্রুপ হামাসের নাম কালো তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আদালত। বুধবার ইউরোপের একটি আদালত এ ব্যাপারে রুল জারি করেছে। খবর এএফপির। সংবাদপত্র ও ইন্টারনেটে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০০১ সালে হামাসকে কালো তালিকাভুক্ত করেছিল ইইউ। জেনারেল কোর্ট অব ইউরোপিয়ান ইউনিয়ন বুধবার এক বিবৃতিতে ২০০১ সালে নেয়া সিদ্ধান্ত যথেষ্ট তথ্যভিত্তিক ছিল না বলে জানিয়েছে। তবে কালো তালিকা থেকে বাদ হলেও হামাসকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পর পর পনেরো বার ম্যান অব দ্য ইয়ার হলেন রাশিয়ার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (৬২) সেদেশে ম্যান অব দ্য ইয়ার হয়েছেন। পুতিন উপর্যুপরি ১৫ বার এই সম্মান পেলেন। রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। পুতিন যদিও রুবলের দরপতন, রাশিয়ার ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা রোধ করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি গণমাধ্যমের বাক স্বাধীনতা রোধ করতে কঠোর ব্যবস্থা নিয়েছেন। তবে এসব কিছু তার জনপ্রিয়তায় কোন ক্ষতি করতে পারেনি। পুতিন ক্ষমতাসীন হবার পরে তার জনপ্রিয়তা অপরিবর্তিত রেখেছেন। যেজন্য তিনি ৬৮ শতাংশ ভোট পেয়েছেন। তার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হলেন উগ্র জাতীয়তাবাদী নেতা ভøাদমির ঝিরিনিভস্কি।
×