ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ দল গঠনে বিবেচনায় শুধুই নৈপুণ্য

প্রকাশিত: ০৬:১৪, ১৯ ডিসেম্বর ২০১৪

বিশ্বকাপ দল গঠনে বিবেচনায় শুধুই নৈপুণ্য

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত দলে স্থান করে নিতে হলে পারফর্মেন্সের বিকল্প নেই। জানিয়ে দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। যখন পেসার রুবেল হোসেনের বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে, তখন এমনটিই জানালেন প্রধান নির্বাচক। বললেন, ‘ব্যক্তিগত জীবনে কে কি করছে এটা দেখার বিষয় নয়। আমরা দেখব সে (রুবেল) পারফর্মেন্স করছে কিনা। চূড়ান্ত দল ঘোষণার আগে পারফর্মেন্সই বিবেচনায় আসবে। শুধু রুবেলের বেলাতে নয়, সবার বেলাতেই একই বিষয় প্রযোজ্য।’ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এ মামলাতে দুই সপ্তাহের আগাম জামিনও নেন রুবেল। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে লীগ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারেননি এ পেসার। যদি এমনটি হয় রুবেলের ওপর মামলা থাকায় ২৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া সুপারলীগেও খেলতে পারছেন না রুবেল, জাতীয় দলের অনুশীলনেও থাকতে পারছেন না; তখন কী হবে? প্রধান নির্বাচক জানালেন, ‘আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণা করব। এর আগে যদি সুপারলীগে খেলতে নাই পারেন রুবেল, সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় থাকবে। চূড়ান্ত দল ঘোষণার আগে জাতীয় দলের অনুশীলন শুরু হবে না। তাই অনুশীলন নিয়ে এখনই কোন সমস্যা দেখছি না। এরপরও যদি বোর্ড কোন সিদ্ধান্ত নেয়, সেটিও বিবেচনায় থাকবে।’ রুবেল ইস্যুতে বিজয় দিবসের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, “যেখানে সাবিকের মতো বিশ্বসেরা ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছে সেখানে রুবেলকেও তার কর্মফল পেতে হবে। তবে যেহেতু তার বিষয়টি ব্যক্তিগত সেহেতু বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত এখনই নেয়া যাবে না। এ বিষয়ে বিসিবি আরও পর্যবেক্ষণ করবে। বিসিসি শৃঙ্খলার বিষয়ে সব সময়ই কঠোর। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হয় না। রুবেলের বিষয়েও তাই হবে। তবে তার বিষয়টি একান্তই ব্যক্তিগত হওয়ায় বিসিবি এখন কোন সিদ্ধান্ত না নিয়ে ‘ক্লোজ মনিটরিংয়ে’ রেখেছে।” চূড়ান্ত দল ঘোষণার আগে যদি বিষয়টি মীমাংসা হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই বিশ্বকাপের দলে থাকবেন এ পেসার। কিন্তু মীমাংসা না হলে রুবেলের চূড়ান্ত দলে থাকাটা একটু কষ্টসাধ্যই। তা সবাই বুঝে। তবে জাতীয় দলের সাবেক এক অধিনায়ক রুবেলকে রাখার পক্ষেই মত দিয়েছেন। বলেছেন, ‘বিষয়টি মামলাধীন। তাই এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। এরপরও জাতীয় স্বার্থে অনেক কিছুই হতে পারে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলা হবে। এমন কন্ডিশনে পেসারদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। সাকিবের (আল হাসান) মতো তারকা ক্রিকেটার নন রুবেল। তাই রুবেলকে নিয়ে হয়ত এত বেশি ভাবনাও হবে না। তবে উইকেট বিবেচনায় রুবেল খুবই কার্যকর হবে। জাতীয় স্বার্থে অনেক কিছুই হতে পারে। রুবেলের বিষয়টি ব্যক্তিগত। এ রকম বিষয় ঘটতে পারে। বিষয়টি মামলাধীনও। এখন একটি বিষয় সামনে আসতে পারে, মামলার জন্য রুবেল হয়ত ঠিকমত লীগে খেলতে পারবেন না। কিংবা অনুশীলনেও যোগ দেয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু জাতীয় স্বার্থ যেহেতু এখানে জড়িত, রুবেল সেই সুযোগগুলো পেতেই পারেন।’ সঙ্গে আরও যোগ করেন, ‘যদি বিশ্বকাপে রুবেল কার্যকর হন, দেশের স্বার্থে রুবেলকে বিশ্বকাপ খেলার জন্য ছাড় দেয়া যেতেই পারে। জানি না আইনে সেই সুযোগ আছে কিনা। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় এমনটি হতেই পারে। রুবেলকে যদি বিশ্বকাপে লাগেই তাহলে সে চূড়ান্ত দলেও থাকবে। তখন আদালত থেকেও নিশ্চয়ই জাতীয় স্বার্থে সময় নেয়া যেতে পারে। কিছুদিন রুবেলকে মামলাধীন বিষয় থেকে ছাড় দেয়া যেতে পারে। এর আগে যদি কোন সমাধান হয়ে যায় তাহলে কথাই নেই।’ নির্বাচকদের পারফর্মেন্সই বিবেচনায় আনছেন। ব্যক্তিগত জীবন নয়। সেক্ষেত্রে রুবেলও পারফর্মেন্স দেখিয়েই যাচ্ছেন। জিম্বাবুইয়ের বিপক্ষে দুই টেস্ট খেলে মোট ৫ উইকেট নেন। চারটি ওয়ানডে খেলে নেন মোট ৪ উইকেট। আবার লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দুই ম্যাচ খেলে ২ উইকেট নেন। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে স্বাভাবিকভাবে ৪ পেসার থাকবে। সেখানে রুবেলের থাকাটা নিশ্চিতই। যদি রুবেল সুপারলীগে খেলেন, আরও ভাল পারফর্মেন্স দেখান তাহলে রুবেল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তা নিশ্চিতই। কিন্তু রুবেল কী পারবেন সুপারলীগে খেলতে? রুবেলের সঙ্গে এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করেও পারা যায়নি।
×