ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমারখালী সঙ্গীত বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৫:১১, ২০ ডিসেম্বর ২০১৪

কুমারখালী সঙ্গীত বিদ্যালয়ের  বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া জেলার কুমারখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিদ্যালয়ের নিজস্ব চত্বর কুমারখালী উপজেলার কুন্ডুপাড়ায় বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী আয়োজন করা হয় বিজয় দিবসের আলোচনা, কবিতা আবৃত্তি এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার শেষ দিন সন্ধ্যায় আলোচনার পর অতিথি ও এলাকাবাসীর উপস্থিতিতে শুরু হয় মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান। এতে সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভারত থেকে আসা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হরবোলা শিল্পী শুভেন্দু বিশ্বাসের পরিবেশনা। এছাড়া জাদু শিল্পী, মুকাভিনয় শিল্পীদের নানা পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
×