ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘মুক্তির ছিন্ন দলিল’ নাটকের দুই প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১১, ২০ ডিসেম্বর ২০১৪

‘মুক্তির ছিন্ন দলিল’ নাটকের  দুই প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস উপলক্ষে বাঙলা নাট্যদলের ‘মুক্তির ছিন্ন দলিল’ পথ নাটকের দুটি প্রদর্শনী হয়েছে। নাটকের প্রথম প্রদর্শনী হয় ১৫ ডিসেম্বর ধানম-ির রবীন্দ্র সরোবর মঞ্চে সম্মিলিত সংস্কৃতিক জোট আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে। দ্বিতীয় প্রদর্শনী হয় বুধবার দনিয়া মঞ্চে দনিয়া সংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে। ‘মুক্তির ছিন্ন দলিল’ নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবিদ আহমেদ, জয়া হাসান, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, পালাশ খান, স্বচ্ছ প্রধান, মিজান।নাটকে দেখানো হয় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর অত্যচার, জুলুম ও শোষণের বিরদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। পাক হানাদারকে সাহায্য করেছিল এদেশের গুটিকয়েক চিহ্নিত রাজাকার। স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা কিন্তু তারা নির্বিকারে চালিয়ে যাচ্ছে, হত্যা, গুম ও ধর্ষণ। এসব রাজাকারদের শিকড় কবে উৎপাটন হবে সেই প্রত্যাশার অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের এ কাহিনী।
×