ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৮ কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা খুন

প্রকাশিত: ০৬:৫৪, ২০ ডিসেম্বর ২০১৪

দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৮ কুষ্টিয়ায় আওয়ামী  লীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ ডিসেম্বর ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নূর ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত নূর ইসলাম মোশাররফের সমর্থক। আহত হয়েছে অন্তত ৮ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পোড়াদহ বাজারের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শুক্রবার পোড়াদহ বাজারের পাশে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষ দেশী অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম (৫০), নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০), সোহেলসহ (৩৫) উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে মোশাররফ গ্রুপের নূর ইসলাম মারা যান। মিরপুর থানার ওসি কাজী জালালউদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে রিন্টু নামের পারভেজ গ্রুপের একজনকে আটক করা হয়েছে।
×