ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে দুই জঙ্গীর ফাঁসি কার্যকর

প্রকাশিত: ০৬:৫৪, ২০ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানে দুই জঙ্গীর ফাঁসি কার্যকর

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার রাতে পাকিস্তানে দুই জঙ্গীর ফাঁসি কার্যকর করা হয়েছে। এরা হলো আকিল ওরফে ড. ওসমান ও আরশাদ মাহমুদ। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মৃত্যুদ-াদেশ স্থগিত ঘোষণার পর এই প্রথম দুই জঙ্গীর ফাঁসি হলো। পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই দুই জঙ্গীর ফাঁসি কার্যকর করা হয়। ডন অনলাইনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি ফাঁসির ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছেন। ডন অনলাইনের খবরে আরও বলা হয়েছে, ড. ওসমান পাকিস্তান আর্মি মেডিক্যাল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালের ১০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসি দেয়া হয়। অন্যদিকে সাবেক সেনাশাসক পারভেজ মোশারফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে আরশাদ মাহমুদকে ফাঁসি দেয়া হয়। ফাঁসি কার্যকরের পর ফয়সালাবাদ কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়।
×