ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির আন্দোলন কখনও আলোর মুখ দেখবে না ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২৮, ২১ ডিসেম্বর ২০১৪

বিএনপির আন্দোলন কখনও আলোর মুখ দেখবে না ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন কোনদিন আলোর মুখ দেখবে না। তিনি বলেন, রমজানের ঈদ, কোরবানির ঈদসহ বহু আল্টিমেটাম দিয়েও জনগণের মন জয় করে আন্দোলনে নামতে পারেনি তারা। এদেশের জনগণের আন্দোলনে নামার কোন ইচ্ছা বা আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক চক্রান্তের কবলে পড়ে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র ধ্বংসের পথে। তারা বাংলাদেশকেও আফগানিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। কিন্তু তাদের সে আশা কোনদিন পূরণ হবে না। এদেশের জনগণ কোনদিন তা মেনে নেবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিছুল ইসলাম মাহমুদ-এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মঈদুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ম্যানেজিং এডিটর আজিজুল ইসলাম ভূইয়া, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুনসুর আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার খালেদ মোহাম্মদ জাকী, সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আরজু, ওসি উজ্জল কুমার দে, উদ্যাপন কমিটির সম্পাদক কাজী সামছুল আলম, সমাজকর্মী আলতাফ হোসেন সরদার প্রমুখ। অন্যদিকে একই অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনে ৮০তম জন্মবার্ষিকী পালন ও সংবর্ধনা দেয়া হয়।
×