ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌসুমী হাসানের আবৃত্তি এ্যালবাম ‘ইচ্ছে মেয়ে’

প্রকাশিত: ০৬:১৯, ২১ ডিসেম্বর ২০১৪

মৌসুমী হাসানের আবৃত্তি এ্যালবাম ‘ইচ্ছে মেয়ে’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বাজারে এসেছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা, আবৃত্তি শিল্পী মৌসুমী হাসানের দ্বিতীয় আবৃত্তির এ্যালবাম ‘ইচ্ছে মেয়ে’। এ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে আবৃত্তি মেলা। ‘ইচ্ছে মেয়ে’ এ্যালবাম প্রকাশে সার্বিক সহযোগিতা করেছেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। এ্যালবামে মোট ২২টি কবিতার আবৃত্তি রয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি, জীবনানন্দ দাসের একটি, পূর্ণেন্দু পত্রীর কথোপকথন থেকে ১০টি, অন্যান্য কবির ৯টি এবং নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন মৌসুমী হাসান। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন ছাড়াও অন্য কবিতাগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশিওয়ালা’, যতীন্দ্রমোহন বাগচীর ‘অন্ধ বধু’, চিত্রা লাহিড়ীর ‘ইচ্ছে মেয়ে’, জগন্নাথ চক্রবর্তীর ‘ছায়া’, সৈয়দ শামসুল হকের ‘পরাণের গহিন ভিতর’, রহিমা আক্তার কল্পনার ‘সন্ধিপত্র’, জীবনানন্দ দাসের ‘সহজ’, বুদ্ধদেব গুহর ‘চিল্কায় সকাল’, শাহজাদী আঞ্জুমান আরার ‘জ্বালা’, জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’, মোস্তফা বীরের ‘বেদনার পদাবলী’ এবং মৌসুমী হাসানের ‘স্বপ্নমেলা’। প্রসঙ্গত, কলেজে পড়াকালীন মৌসুমী হাসানের ‘বয়ঃসন্ধিকালে’ নামে প্রথম আবৃত্তির এ্যালবাম প্রকাশ হয়।
×