ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার ধারাবাহিক নাটকে রাখি

প্রকাশিত: ০২:৪৭, ২২ ডিসেম্বর ২০১৪

চার ধারাবাহিক নাটকে রাখি

স্টাফ রিপোর্টার ॥ নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসেন রেহানা আক্তার রাখি। সুপার হিরোইন রেহানা আক্তার মিডিয়াতে বেশি পরিচিত রাখি নামে। এখন ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত। বর্তমানে চারটি ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। এর মধ্যে তিনি সালাহ্উদ্দিন লাভলুর ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’ নামের নতুন ধারাবাহিকে কাজ করছেন। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। রাখি বলেন, নাটকটির গল্প আমার কাছে খুবই ভাল লেগেছে। এতে আমার চরিত্রটিও খুব চ্যালেঞ্জিং। লাভলু ভাইয়ের সহযোগিতা ও আমার একান্ত চেষ্টায় চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি দর্শকদেরও খুব ভাল লাগবে। রাখি অভিনীত অন্যান্য ধারাবাহিক নাটক হলো আরটিভিতে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’, চ্যানেল আইতে মাহফুজ আহমেদ পরিচালিত ‘আমাদের ছোটনদী চলে বাঁকে বাঁকে’ এবং এটিএন বাংলায় ‘তোমার দোয়ায় ভাল আছি মা’ প্রভৃতি। বিপুল রায়হানের ‘পাললিক মন’ ধারাবাহিক নাটকের মধ্যদিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রাখির। ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক হচ্ছে আমজাদ হোসেন পরিচালিত ‘ও মা তুই কেমন আছিস’ ও নজরুল কোরেইশীর ‘ব্লাক মেইল’। নোয়াখালীর মেয়ে রাখি বড় পর্দার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
×