ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পাষাণের বুকে ফুল’

প্রকাশিত: ০২:৪৮, ২২ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পাষাণের বুকে ফুল’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক খণ্ড নাটক ‘পাষাণের বুকে ফুল’। নাটকটি রচনা করেছেন ডাঃ আবুল হোসেন। পরিচালনা করেছেন তরুণ পরিচালক সাইফুল ইসলাম মাসুদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, খায়রুল আলম সবুজ, নিলয়, শহীদুল আলম সাচ্চু, রাজ্য, লতা, পুতুল, মৃদুল আহমেদ দিশারী, আকাশ, এস এ কবিরসহ আরও অনেকে। ডুয়েট ডট কমিউনিকেশন প্রযোজনায় নির্মিত ‘পাষাণের বুকে ফুল’ নাটকটি খুব শীঘ্রই দেশের যেকোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। নাটকের গল্পে দেখানো হয়েছে দেশের চলমান যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষাপট। নাটকে দেখা যাবে গ্রামের কিছু সাহসী তরুণ দেশের চলমান অরাজকতা ও দেশদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের পাশে এসে দাঁড়ায় গ্রামের আরেক সৎ এবং সাহসী ব্যক্তি মাস্টার। মাস্টার তার সন্তানের হাতে অস্ত্র তুলে দেয় রাজাকার ও দেশদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। দেশের জন্য কাজ করতে তরুণদের তিনি বিভিন্ন সাহস যোগান, উৎসাহ দেন। কিন্তু এ কাজে বাধা হয়ে দাঁড়ায় একই গ্রামের কলিম উদ্দিন জোয়ার্দার। এই কলিম উদ্দিন জোয়ার্দারের মতো যুদ্ধাপরাধীদের কারণে মাস্টারের ছেলের মতো অনেকের জীবন দিতে হয়। অথচ এই জোয়ার্দাররা আজও দেশে জনদরদী নেতা হিসেবে পরিচিত। এদের বিচারের দাবিতেই দেশব্যাপী গড়ে ওঠে আন্দোলন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
×