ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে চোরাগোপ্তা হামলায় দুই পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ০৩:০৭, ২২ ডিসেম্বর ২০১৪

নিউইয়র্কে চোরাগোপ্তা হামলায় দুই পুলিশ সদস্য নিহত

অতর্কিত হামলায় নিউইয়র্কের দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ হামলার পর সে নিজেও আত্মহত্যা করে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। খবর ওয়েবসাইটের। শনিবার নিউইয়র্কের ব্রুকলিন এলাকার বেডফোর্ড-স্টুয়িভিনসেন্ট সেকশনে নিজেদের গাড়িতে বসে থাকা অবস্থায় অতর্কিত হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তারা, এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন। নিহত কর্মকর্তাদের নাম রাফেল রামোস (৪০) ও ওয়েনজিয়ান লিউ (৩২) বলে জানিয়েছে তিনি। সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিয়ো উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের স্টাটেন আইল্যান্ডে গ্রেফতারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের মৃত্যুর প্রতিশোধ হিসেবে পুলিশের ওপর এ হামলাটি চালানো হয়েছে।
×