ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় পাল্লা দিয়ে চলছে নদী ভরাট, প্রশাসন নির্বিকার

প্রকাশিত: ০৩:১৩, ২২ ডিসেম্বর ২০১৪

ভাঙ্গায় পাল্লা দিয়ে চলছে নদী ভরাট, প্রশাসন নির্বিকার

সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর, ২১ ডিসেম্বর ॥ ভাঙ্গা উপজেলার বিভিন্ন নদী ও সরকারী খালগুলো পাল্লা দিয়ে চলছে ভরাট। এ ব্যাপারে কারও যেন বলার কিছুই নেই। প্রশাসনের নাকের ডগার উপর ঘটছে এসব কাজ কিন্তু প্রশাসন নির্বাক। ভাঙ্গা বাজার এবং কোর্টপাড়ের মধ্যে দিয়ে প্রবাহমান কুমার নদের দুই পাশ এমনভাবে ভরাট করা হয়েছে যে নদেই আজ তার অস্তিত্বের সঙ্কটে ভুগছে। প্রতি শুকনার মৌসুমে নদী থেকে মাটি তুলে এসব কাজ করছে ভূমিখেকরা। দখলদাররা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসনের অবস্থা দেখে মনে হয় তাদের যেন কোন ভূমিকাই নেই। আরও একটা উদাহরণ না দিলে নদী দখলের চিত্রটা অস্পষ্ট থেকে যাবে। মালিগ্রাম থেকে আজিমনগর মোড়া পর্যন্ত নদীর দুই পাশে ঘর তুলে, মাটি কেটে এমন অবস্থা করেছে যে, নদী আছে বলে মনেই হবে না। কোথাও চার পাঁচ হাত ফাঁকা রেখে নদীর মধ্যে রাস্তাও দেখা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, নদী ভরাট একটি গর্হিত কাজ। উর্ধতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পেলে এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সহকারী কমিশনার ভূমি লুৎফুননাহার বলেন, ইতোমধ্যে আমরা ভাঙ্গা বাজারের দুই পাশের অবৈধ্য দখলদারদের নামের তালিকা করে। জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছি মালিগ্রাম থেকে মোড়া পর্যন্ত তদন্ত পর্যায় রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
×