ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হ্যাপি-আনহ্যাপি রুবেল

প্রকাশিত: ০৪:৪৬, ২২ ডিসেম্বর ২০১৪

হ্যাপি-আনহ্যাপি রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ করেই হাজির পেসার রুবেল হোসেন। যার বিরুদ্ধে এখন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলা রয়েছে। সেই রুবেল ১০ দিন পর মিরপুরে এসেছেন, আবার এসেই অনুশীলনেও নেমে পড়েছেন! সবাই হতভাগও। তবে রুবেল এ বিষয়টি নিয়ে কোনভাবেই কারও সঙ্গেই কোন কথা বলতে রাজি নন। হ্যাপিকে নিয়ে যে আনহ্যাপি রুবেল। টানা দুই ঘণ্টা অনুশীলন করলেন বুধবার শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপারলীগের দল লিজেন্ডস অব রূপগঞ্জের এ পেসার। তার সঙ্গে দলের অধিনায়ক সাকিব আল হাসানও অনুশীলন করে গেলেন। সাংবাদিকরা অপেক্ষায় থাকে। যদি রুবেল কিছু বলেন। কিন্তু অনুশীলন শেষ হতেই রুবেল চলে যেতে চান। এমন সময় সাংবাদিকরা অনুরোধ করলে রুবেল কথা বলতে চান। তবে শুরুতেই শর্ত আরোপ করে দেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেউ কোন প্রশ্ন করতে পারবেন না। এ বিষয়ে কোন কথাও বলতে পারব না আমি। এ বিষয়ে যা বলার তা বলবেন আমার আইনজীবী।’ রুবেলের দেয়া শর্ত অনুসারেই পরে সাংবাদিকরা কথা বলেন। বর্তমান অবস্থা জানতে চান। রুবেলও জানান তার বিশ্বকাপে খেলার লক্ষ্যের কথা, ‘আমার লক্ষ্য বিশ্বকাপ খেলা। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমারও তেমনি। সুযোগ পেলে দেশের জন্য ভাল কিছু করে দেখাতে চাই।’ এবার বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। পেসারদের আধিক্য থাকবে বেশি। এ জন্য রুবেলও চূড়ান্ত দলে থাকার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পেসারদের গুরুত্ব অনেক বেশি। সে হিসেবে আশা করতে পারি বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার।’ তবে সবকিছুই যে নির্বাচকদের ওপর নির্ভর করছে, তাও জানেন রুবেল, ‘আমি আশা করি, দলে থাকতে পারব। জিম্বাবুইয়ে সিরিজে মোটামুটি ভালই পারফর্মেন্স হয়েছে। প্রিমিয়ার লীগে বেশ কিছু ম্যাচে খেলেছি। সেখানেও বেশ ভাল বল হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপারলীগে ভাল কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি।’ নিজের প্রস্তুতি নিয়ে রুবেলের ভাষ্য, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট বাউন্সি টাইপের। সেখানে পেসারদের ভূমিকা বেশি থাকবে। আমার বিশ্বাস সেভাবেই প্রস্তুতি নিতে পারব। আগামী মাসে ক্যাম্প শুরু হবে সেখানে আমার প্রস্তুতিটা যেমনটা হওয়ার দরকার, তেমটাই হবে।’ রুবেলের এখন সব আশা বিশ্বকাপ ঘিরে। সেখানে হ্যাপির করা মামলা নিয়ে ভাবনা থাকলেও বিষয়টি যে খুব বেশি রুবেলকে ভোগাচ্ছে তা বোঝা গেল না। ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন রুবেল। এর মধ্যে তাকে জেলেও যেতে হবে না। এ সময় পর কী হয় সেটিই এখন দেখার বিষয়। তবে রুবেল যে সুপারলীগে খেলতে চান তা বোঝাই যাচ্ছে। সুপারলীগের পারফর্মেন্স যে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখবে। জিম্বাবুইয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন রুবেল। দুই টেস্টে মোট ৫ উইকেট ও চার ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন। লীগে দুটি ম্যাচ খেলে নিয়েছেন ২ উইকেট। ঢাকা লীগের লীগপর্বের শেষ ম্যাচে মামলার জন্য খেলতে পারেননি রুবেল। সুপারলীগে খেলার আশা তার। হ্যাপিকে নিয়ে আনহ্যাপি রুবেল এখন পেছনের সব চিন্তা বাদ দিয়ে সুপারলীগে খেলতে নেমে মাঠে কিছু করে দেখাতে পারেন কিনা সেটিই দেখার বিষয়।
×