ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড ছুঁতে আরেকটি জয় দরকার ভনের

প্রকাশিত: ০৪:৪৮, ২২ ডিসেম্বর ২০১৪

বিশ্বরেকর্ড ছুঁতে আরেকটি জয় দরকার ভনের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের বিশ্বকাপের ৬১তম জয় তুলে নিয়েছেন স্কি তারকা লিন্ডসে ভন। ফ্রান্সের ভ্যাল ডি’আয়ারের পর্বতে নিজের গতিময় স্কিইং দিয়ে তিনি আবারও নিজেকে বিশ্বসেরা হিসেবেই প্রতিষ্ঠিত রাখার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। ৩০ বছর বয়সী এ মার্কিন স্কি তারকা এখন পর্যন্ত চারটি মহিলা বিশ্বকাপ স্কি আসর জিতেছেন। সর্বশেষ রেসে তিনি জিতেছেন মাত্র ১ মিনিট ৪৪.৪৭ সেকেন্ড সময় নিয়ে। জার্মানির ভিক্টোরিয়া রেবেন্সবার্গ ও অস্ট্রিয়ার এলিজাবেথ গোয়ের্জল দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে গেছেন ভনের গতির কাছে। এ জয়ের ফলে বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র একটি জয় পেলেই চলবে এ মার্কিন সুন্দরীর। বিশ্বকাপে ৬২ জয় নিয়ে বিশ্বরেকর্ডের মালিক অস্ট্রিয়ার এ্যানিমেয়ার মোসার-প্রোয়েল। ২০১৩ সালের শুরুর দিকে অনেক বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভন। স্কি করতে গিয়ে আছড়ে পড়ে পা ভেঙ্গে ফেলেছিলেন। গত বছরের শেষদিক থেকে আবার নিজেকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেন। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে আবার পুরনো রূপেই ফিরে পাওয়ার অবস্থানে চলে এসেছেন। চলতি মাসেই লেক লুইসে প্রথম জয়টা পেয়েছিলেন তারপর। আর এবার জিতলেন ভ্যাল ডি’আয়ারেও। বিশ্বরেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেলেন এর মাধ্যমে। সবমিলিয়ে বিশ্বকাপে নিজের ৬১তম জয় দেখলেন ভন। সর্বাধিক ৬২ জয় নিয়ে বিশ্বরেকর্ডের মালিক এখন পর্যন্ত অস্ট্রিয়ার এ্যানিমেয়ার। এখানে সুপার-জি ইভেন্টে জিততে পারলে এ্যানিমেয়ারকে ছুঁয়ে ফেলবেন ভন। হয়ে উঠবেন বিশ্বরেকর্ডের যৌথ মালিক। বিশ্ব গলফের কিংবদন্তি সম্রাট টাইগার উডসের সান্নিধ্যে নিজেকে যেন অপ্রতিরোধ্যই করে তুলছেন ভন। ইনজুরিতে পড়ার পর থেকেই ভনের সঙ্গে ঘনিষ্ঠতা উডসের। দারুণ একটি মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে এখন ভন। তাই দারুণ খুশি তিনি। ভন বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর, আমি কিছুটা স্নায়ুচাপে ছিলাম। কারণ অনুশীলনের সময় অনেক ভুল করেছিলাম। যখন অনুশীলনে এমন ঘটে সেখান থেকে প্রতিযোগিতায় ভাল করা খুব কঠিন। আমি বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়েই স্কি করেছি।
×