ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউকে থামালো এ্যাস্টন ভিলা

প্রকাশিত: ০৪:৫০, ২২ ডিসেম্বর ২০১৪

ম্যানইউকে থামালো এ্যাস্টন ভিলা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ছয় ম্যাচ জয়ের পর অবশেষে থেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এ্যাওয়ে ম্যাচে রেড ডেভিলসরা ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক এ্যাস্টন ভিলার সঙ্গে। পিছিয়ে পড়া ম্যানইউর হয়ে হার এড়ানো গোলটি করেন রাদামেল ফ্যালকাও। এ্যাস্টন ভিলার হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে। দারুণ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসিকে স্পর্শ করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ম্যানসিটি ৩-০ গোলে পরাজিত করে ক্রিস্টাল প্যালেসকে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা। অপর গোলটি ইয়াইয়া তোরের। পরশুর অন্য ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্স ৩-২ গোলে ওয়েস্টব্রুমউইচকে, সাউদাম্পটন ৩-০ গোলে এভারটনকে, টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে বার্নলিকে ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড ২-০ গোলে পরাজিত করে লিচেস্টার সিটিকে। পয়েন্ট হারালেও তৃতীয় স্থান ঠিকই ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। তবে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্টও এখন ৩৯। তবে গোল পার্থক্যে চেলসির থেকে পিছিয়ে আছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। টানা ছয় জয়ে শিরোপা লড়াইয়ে ফেরে মৌসুমের শুরুতে একের পর এক হারে রীতিমত ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ফের ড্র করে কিছুটা হরেও হোঁচট খেল ২০ বারের চ্যাম্পিয়নরা। তবে শিরোপা আসা ছেড়ে দিচ্ছেন না দলটির কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, এটা ঠিক যে আমরা আরও কিছুটা পিছিয়ে পড়লাম। কিন্তু সব ম্যাচে জয় পাওয়া যাবে এমন ভাবাও ঠিক নয়। আমাদের লক্ষ্য আগের মতো আছে। সেটা হচ্ছে শিরোপা। ম্যাচের শুরু থেকে স্বাগতিক এ্যাস্টন ভিলার ওপর চড়াও হয়ে খেলতে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না অতিথিরা। দুটি দারুণ সুযোগ নষ্ট করেন রবিন ভ্যান পার্সি। যার মাশুল গুনতে হয় ম্যানইউকে। ১৮ মিনিটে অসাধারণ বাঁকানো শটে এ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন বেনটেকে। ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফের ক্রস দারুণভাবে বুক দিয়ে নামিয়ে আচমকা শটে গোল করেন। কঙ্গোর এই স্ট্রাইকারের ঠিকমতো বুঝে উঠতে ব্যর্থ হন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ভ্যান গালের দল। বিরতির পর ৫৩ মিনিটে অবশেষে গোল পায় ম্যানইউ। ডি বক্সের বাইরে থেকে ইংলিশ মিডফিল্ডার এ্যাশলে ইয়ংয়ের ক্রসে হেড করে বল জালে পাঠান এই মৌসুমে মোনাকো থেকে ধারে ইউনাইটেডে খেলতে আসা ফ্যালকাও। ইনজুরি কাটিয়ে ফিরেই গোল পেলেন কলম্বিয়ান তারকা। অক্টোবরের পর এটি প্রথম গোল তার। ৬১ মিনিটে ভ্যান পার্সির বদলে ডি মারিয়াকে মাঠে নামান ম্যানইউ কোচ। এর চার মিনিট পর দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ইয়ংকে ফাউল করায় এ্যাস্টন ভিলার স্ট্রাইকার গ্যাব্রিয়েল এ্যাগবোনলাহোরকে লাল কার্ড দেখান রেফারি। এক জন কম নিয়ে খেললেও ম্যাচের বাকি সময়ে ইউনাইটেডের সব আক্রমণ রুখে দেয় এ্যাস্টন ভিলা। ফলে টানা সাত জয়ের লক্ষ্য পূরণ হয়নি ম্যানইউর। আরেক ম্যাচে ম্যানসিটির হয়ে নিজের দুই শ’ তম ম্যাচে জোড়া গোল করেন ডেভিড সিলভা। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোল পায়নি ম্যানুয়েল পেলেগ্রিনির দল। বিরতির পর ৪৯ মিনিটে প্রথম গোল করেন সিলভা। ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্ডিনহো দারুণ পাস দিয়েছিলেন ডি বক্সের মধ্যে থাকা জাবালেটাকে। আর্জেন্টাইন এই ডিফেন্ডারের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ সিলভা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভাই। ফুলব্যাক আলেক্সান্ডার কোলারোভ বাঁপ্রান্ত থেকে নিচু ক্রস দেন বিপদসীমানায়। বাঁ পায়ের শটে গোল করেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সিটির হয়ে তিন নম্বর গোল করেন আইভরিকোস্ট মিডফিল্ডার ইয়াইয়া তোরে।
×