ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাবের উপদেষ্টা কমিটিতে সাকিব মুশফিক

প্রকাশিত: ০৪:৫১, ২২ ডিসেম্বর ২০১৪

এ্যাবের উপদেষ্টা কমিটিতে সাকিব মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন এ্যালামনাই এ্যাসোসিয়েশন অব বিকেএসপি (এ্যাব) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে রয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। সাবেক হকি খেলোয়াড় নূরুর রহমান দুর্বার সভাপতি আর সাবেক ফুটবলার মোঃ রফিকুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এ্যাবের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় (এমপি)। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেনÑ জাতীয় হকি দলের কোচ মামুনুর রশিদ, সাবেক ফুটবলার জাহিদুর রহমান খান, সাবেক হকি খেলোয়াড় লে. কর্নেল জাহিদ হাসান, জাতীয় ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এবং বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এ্যাবের নতুন কমিটি আগামী দুইবছর দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটির ব্যবস্থাপনায় আগামী ২৩ জানুয়ারি জিরানী বিকেএসপিতে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। নিবন্ধন সংক্রান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে।
×