ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্যানারি স্থানান্তরে ঋণ পেতে সরকারের সহায়তা চান শিল্প মালিকরা

প্রকাশিত: ০৪:৫২, ২২ ডিসেম্বর ২০১৪

ট্যানারি স্থানান্তরে ঋণ পেতে সরকারের সহায়তা চান  শিল্প মালিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ হাজারিবাগের ট্যানারি দ্রুত স্থানান্তর ও সাভারের চামড়া শিল্পনগরীতে অবকাঠামো নির্মাণে ব্যাংক ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুড্স এ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা। রবিবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ্যাসোসিয়েশনের নেতারা এ সহায়তা চান। বৈঠকে নেতারা বলেন, চামড়া শিল্পনগরীকে পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হলে অত্যাধুনিক মেশিনারি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৩০০ কোটি টাকা ও নতুন মেশিনারি স্থাপনে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এ টাকার সংস্থান করতে তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষিত সার্কুলারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শিল্পমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারিবাগের ট্যানারি স্থানান্তর করে সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী চালু হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ট্যানারি মালিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। অবকাঠামো ও মেশিনারি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে সরকার ২শ’ ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করছে।
×