ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্মেন্টসকর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৪

গার্মেন্টসকর্মী স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ ডিসেম্বর ॥ পারিবারিক কলহের জের ধরে এক স্বামী তার পোশাক শ্রমিক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম জামেনা আক্তার (৪০)। অভিযুক্ত স্বামীর নাম হযরত আলী। তাদের বাড়ি কলমাকান্দা উপজেলার বিষমপুর আন্দোয়ারা গ্রামে। এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিষমপুর আন্দোয়ারা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হযরত আলী ও তার স্ত্রী জামেনা আক্তার দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া এলাকার ভাড়া বাড়িতে বসবাস করতেন। হযরত আলী সেখানে মুদি ব্যবসা এবং জামেনা এসএম গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। নানা অজুহাতে হযরত আলী প্রায়ই জামেনাকে মারপিট করতেন। শনিবার রাতেও মারপিট করায় জামেনা মারা যান। রবিবার বিকেলে হযরত আলী একটি ভাড়ায় চালিত পিকাআপে করে জামেনার মৃতদেহ তার (জামেনার) বাবার বাড়ি সিধলী চরপাড়া গ্রামে নিয়ে যায় এবং জানায় তার জামেনা অসুখে মারা গেছে। ওই বাড়িতে গিয়ে হযরত আলী নিজেও অসুস্থতার ভান করে। পরে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তা থেকে সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় জামেনার ভাই আবদুল আওয়াল রবিবার সন্ধ্যায় কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন। কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশটি নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
×